বাসন্তী, 10 এপ্রিল: নিজেদের সামান্য রোজগারের মধ্যেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে 42,500 টাকা তুলে দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা । বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 34টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 57 জন কর্মী ও সহায়িকারা চাঁদা তুলে এই অর্থ সাহায্য তুলে দেন আজ ।
এদিন জ্যোতিষপুর নতুনহাট বাজার এলাকায় বাসন্তীর CDPO দীপঙ্কর মণ্ডল ও বাসন্তীর BDO সৌগত সাহার হাতে এই আর্থিক সাহায্য তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা । রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা বারবার দাবি তুলে এসেছেন নিজেদের পরিশ্রমের থেকে পারিশ্রমিক অনেক কম পান । কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই কথা ভুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের সামান্য মাইনে থেকেই দান তুলে দিলেন তাঁরা ।