পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ত্রাণ তহবিলে সাহায্য অঙ্গনওয়াড়ি কর্মীদের - corona

নিজেদের সামান্য পারিশ্রমিক থেকে রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে সাহায্য করলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা

ছবি
ছবি

By

Published : Apr 10, 2020, 2:38 PM IST

বাসন্তী, 10 এপ্রিল: নিজেদের সামান্য রোজগারের মধ্যেও মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রাজ্যের জরুরি ত্রাণ তহবিলে 42,500 টাকা তুলে দিলেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা । বাসন্তী ব্লকের জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মোট 34টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের 57 জন কর্মী ও সহায়িকারা চাঁদা তুলে এই অর্থ সাহায্য তুলে দেন আজ ।

এদিন জ্যোতিষপুর নতুনহাট বাজার এলাকায় বাসন্তীর CDPO দীপঙ্কর মণ্ডল ও বাসন্তীর BDO সৌগত সাহার হাতে এই আর্থিক সাহায্য তুলে দেন অঙ্গনওয়াড়ি কর্মীরা । রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীরা বারবার দাবি তুলে এসেছেন নিজেদের পরিশ্রমের থেকে পারিশ্রমিক অনেক কম পান । কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেই কথা ভুলে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে নিজেদের সামান্য মাইনে থেকেই দান তুলে দিলেন তাঁরা ।

অঙ্গনওয়াড়ি কর্মীদের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বাসন্তী ব্লকের BDO সৌগত সাহা । সৌগত বাবুর দাবি এখন একটি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে দিন কাটছে সমস্ত মানুষের। সবাই যদি একটু একটু করে এগিয়ে আসে তাহলে দুস্থরা দু'বেলা-দুমুঠো খেতে পাবে ।

অন্যদিকে, অঙ্গনওয়াড়ি কর্মীদের দাবি "আমরা স্বল্প মাইনে পেলেও নিজেদের সাধ্যমতো এগিয়ে এসেছি । একটি পঞ্চায়েতের অঙ্গনওয়াড়ি কর্মীরা মিলে গরীব দুস্থদের কথা ভেবে রাজ্যে ত্রাণ তহবিলে সাহায্য করেছি । দেশের সব পঞ্চায়েত এলাকা থেকে এইভাবে একটু একটু করে সাহায্য গেলে বহু মানুষ প্রাণে বাঁচবে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details