পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

baruipur hospital water logged : টানা বৃষ্টির জেরে বারুইপুর হাসপাতাল চত্বর জলমগ্ন, অসুবিধায় রোগীর আত্মীয়রা

মঙ্গলবার ও বুধবার টানা বৃষ্টির জেরে বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়েছে । জমা জলের কারণে বিপাকে পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা ।

baruipur
টানা বৃষ্টির জেরে বারুইপুর হাসপাতাল চত্বর জলমগ্ন, অসুবিধায় রোগীর আত্মীয়রা

By

Published : Jul 29, 2021, 6:31 PM IST

বারুইপুর, 29 জুলাই: বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি । গতকাল, রাতভর বৃষ্টির জেরে দক্ষিণ 24 পরগনা জেলার একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে । কলকাতা মহানগরীর পাশাপাশি দক্ষিণ 24 পরগনা বিভিন্ন এলাকায় ধরা পড়ছে জল-যন্ত্রণার ছবি । মঙ্গলবার ও বুধবার টানা বৃষ্টির জেরে বারুইপুর মহকুমা হাসপাতাল চত্বর জলমগ্ন হয়ে পড়েছে । জমা জলের কারণে বিপাকে পড়েছেন রোগী ও রোগীর আত্মীয়রা । হাসপাতাল চত্বরে জমা জলের কারণে ব্যাহত হচ্ছে হাসপাতালের পরিষেবার কাজও ।

এই অবস্থা থেকে মুক্তি চাইছেন রোগী এবং রোগীর আত্মীয়রা ৷ রোগীর আত্মীয়দের দাবি, হাসপাতাল চত্বরে জল নিকাশি ব্যবস্থা না থাকায় টানা বৃষ্টির জেরে জলমগ্ন হয়ে পড়েছে হাসপাতাল চত্বর । হাসপাতালে রোগী নিয়ে আসতে গিয়েও অসুবিধায় পড়ছেন রোগীর আত্মীয়রা । হাসপাতালের সমানে যান চলাচলের উপর নিয়ন্ত্রণ আনা হয়েছে জেলা পুলিশের পক্ষ থেকে । হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রাতভর বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে নিকাশি ব্যবস্থা । বৃষ্টি কমার সঙ্গে সঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে ।

টানা বৃষ্টির জেরে বারুইপুর হাসপাতাল চত্বর জলমগ্ন, অসুবিধায় রোগীর আত্মীয়রা

আরও পড়ুন: ফেসবুক বন্ধুর সঙ্গলাভের আশায় সর্বনাশ, বধূর স্মার্টফোন নিয়ে চম্পট যুবকের

তবে এই ঘটনা নতুন নয় ৷ এর আগেও এমন পরিস্থিতিতে পড়তে হয়েছে রোগী থেকে রোগীর আত্মীয়-স্বজনদের ৷ পরিস্থিতি বদলের আশ্বাস শুধু আশ্বাসই থেকে গিয়েছে ৷ বেড়েছে সমস্যাও ৷ যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি বারুইপুর পৌরসভা কর্তৃপক্ষের তরফে ৷

ABOUT THE AUTHOR

...view details