পশ্চিমবঙ্গ

west bengal

By

Published : Dec 9, 2019, 3:26 PM IST

ETV Bharat / state

সোনারপুরে ব্যক্তির অ্যাকাউন্ট থেকে উধাও লক্ষাধিক টাকা

সোনারপুরের বাসিন্দা নবেন্দু মণ্ডলের স্টেট ব্যাঙ্কের অ্যাকাউন্ট থেকে গায়েব 1 লাখ 30 হাজার টাকা ৷ অক্টোবর মাসের 20 তারিখ থেকেই 40 টাকা করে ক্রমে কেটে নেওয়া হয় এই টাকা ৷ পরে ফিক্সড ডিপোজ়িট করতে গেলে পুরো বিষয়টি নজরে আসে ৷

Sonarpur
সোনারপুরের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে গায়েব 1,30,000 টাকা, অভিযোগ দায়ের থানায়

সোনারপুর, 9 ডিসেম্বর : স্টেট ব্যাঙ্কের সোনারপুর শাখার একটি অ্যাকাউন্ট থেকে গায়েব এক লাখ 30 হাজার টাকা ৷ সোনারপুরের বাসিন্দা নবেন্দু মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সেই টাকা গায়েব হয়ে যায় বলে অভিযোগ ৷ সম্প্রতি তিনি ব্যাহ্কে এক লাখ টাকা ফিক্সড ডিপোজ়িট করতে গেলে ব্যাঙ্ককর্মীরা তাঁকে জানান, তাঁর অ্যাকাউন্টে আছে মাত্র 10,074 টাকা ৷ তারপরই পাসবুক আপডেট করলে পুরো বিষয়টি সামনে আসে ৷

সোনারপুরের বাসিন্দার অ্যাকাউন্ট থেকে গায়েব 1,30,000 টাকা, অভিযোগ দায়ের থানায়

নবেন্দু মণ্ডলের অভিযোগ, অক্টোবর মাসের 20 তারিখ থেকেই দিনে আট থেকে দশ বার 40 টাকা করে কেটে নেওয়া হত তাঁর অ্যাকাউন্ট থেকে ৷ এভাবে গায়েব করে দেওয়া হয় মোট এক লাখ 30 হাজার টাকা ৷ তিনি আরও জানান, তাঁর ফোনে এই টাকা কেটে নেওয়া সংক্রান্ত মেসেজ এলেও তিনি গুরুত্ব দেননি ৷ ফিক্সড ডিপোজ়িট করতে গেলে বিষয়টি তাঁর নজরে আসে ৷

ঘটনায় নবেন্দুবাবু সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেছেন ৷ পুলিশ সুপারের পরামর্শ মতো বারুইপুর থানার সাইবার ক্রাইম থানায়ও অভিযোগ দায়ের করবেন তিনি ৷ ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details