পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Panchayat Elections 2023: ভোটের পরদিন বাসন্তীতে পুকুর থেকে মিলল ব্যালট বাক্স, উদ্ধারে তৃণমূল নেতা ! - BJP

তৃণমূল নেতার নজরদারিতে বাসন্তীতে পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ব্যালট বাক্স ৷ কিন্তু, সেখানে কমিশন বা প্রশাসনের কোনও আধিকারিককে দেখা যায়নি ৷ অন্যদিকে, পুকুর থেকে ব্যালট বাক্স উদ্ধারের পর, ওই বুথে পুনর্নির্বাচন হওয়ার সম্ভাবনা রয়েছে ৷

Panchayat Elections 2023 ETV BHARAT
Panchayat Elections 2023 ETV BHARAT

By

Published : Jul 9, 2023, 8:51 PM IST

বাসন্তীতে পুকুর থেকে উদ্ধার ব্যালট বাক্স

বাসন্তী, 9 জুলাই: পঞ্চায়েতে ভোটের একদিন পর পুকুর থেকে উদ্ধার হল ব্যালট বাক্স ৷ জানা গিয়েছে, বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারাণীপুর স্কুলের 241 নম্বর বুথের ব্যালট বাক্স সেগুলি ৷ আজ সকালে সেই ব্যালট বাক্সগুলি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে ৷ যদিও, সেগুলি উদ্ধারের সময় কমিশন বা প্রশাসনের কোনও প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন না বলে অভিযোগ ৷ বাসন্তী ব্লকের তৃণমূল আহ্বায়ক মান্নান গাজী এবং তাঁর লোকজন ব্যালট বাক্সগুলি উদ্ধার করে ৷ ব্যালটগুলি পুকুরে ফেলে দেওয়ার ঘটনায় স্থানীয় আরএসপি ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ করেছেন মান্নান গাজী ৷

এবারের পঞ্চায়েত নির্বাচনে শাসক-বিরোধী উভয়পক্ষের বিরুদ্ধেই সমানভাবে সন্ত্রাস চালানোর অভিযোগ উঠেছে ৷ সেখানে নতুন সংযোজন হয়েছে, তৃণমূলের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ উঠলেই, সংশ্লিষ্ট বুথের ব্যালট বাক্স ছিনিয়ে নেওয়ার ঘটনা ৷ কোথাও বিরোধীরা কোথাও বা ভোটাররাই সেই ব্যালট বাক্স ছিনিয়ে নেয় বলে অভিযোগ ৷ আর সেই ব্যালটে কোথাও অগ্নিসংযোগ, তো কোথাও জলে ফেলে দেওয়া হয়েছে ৷ এইরকমই একটি ঘটনা গতকাল ঘটেছে বাসন্তীর জ্যোতিষপুর গ্রাম পঞ্চায়েতের রাধারাণীপুর স্কুলের 241 নম্বর বুথে ৷

শনিবার নির্বাচন শেষে ভোটকর্মীরা ব্যালট বাক্স নিয়ে স্ট্রং রুমের উদ্দেশে রওনা দিয়েছিলেন ৷ তৃণমূলের অভিযোগ আরএসপি ও বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা সেই ব্যালটগুলি ছিনিয়ে নিয়ে পুকুরে ফেলে দেয় ৷ রবিবার সকালে বাসন্তী ব্লকের তৃণমূল আহ্বায়ক মান্নান গাজীর নেতৃত্বে পুকুর থেকে সেই ব্যালটগুলি উদ্ধার করা হয়েছে ৷ এর পর তিনি সেগুলি প্রশাসনের হাতে তুলে দেন ৷ যদিও, মান্নান গাজীর অভিযোগ খারিজ করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা আরএসপি নেতা সুভাষ নস্কর ৷ তিনি পালটা দাবি করেছেন, আরএসপি বা অন্য কোনও দল একাজ করেনি ৷ তৃণমূলের দেদার ছাপ্পার প্রতিবাদে গ্রামবাসীরাই ব্যালট বাক্স পুকুরে ফেলে দিয়েছিল ৷

আরও পড়ুন:ভোট মিটলেও নিখোঁজ ব্যালট বাক্স, পুকুর থেকে হদিশ পেলেন তৃণমূল প্রার্থীর স্বামী !

কিন্তু, প্রশ্ন উঠছে ব্যালটগুলি উদ্ধারে প্রশাসনের বা নির্বাচন কমিশনের প্রতিনিধিরা কেন আসেননি ? কেন রাজ্যের শাসকদলের লোকজন সেগুলিকে উদ্ধার করল ? যার কোনও সদুত্তর পাওয়া যায়নি ৷ তবে, জেলা নির্বাচন আধিকারিক অর্থাৎ, জেলাশাসকের দফতর সূত্রে খবর, ওই বুথে পুনর্নির্বাচন হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details