পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বকুলতলায় অস্ত্র কারখানার হদিশ , গ্রেপ্তার 1 - বকুলতলায় অস্ত্র কারখানার হদিশ , গ্রেপ্তার 1

ভোটের আগে অস্ত্র ও অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ 24 পরগনায় ৷ গ্রেপ্তার করা হয় খয়রুল শেখ নামের এক ব্যক্তিকে ৷ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে বকুলতলা থানার পুলিশ ৷

উদ্ধার হওয়া অস্ত্র
উদ্ধার হওয়া অস্ত্র

By

Published : Feb 21, 2021, 2:51 PM IST

দক্ষিণ 24 পরগনা, 21 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের আগে অস্ত্র ও অস্ত্র তৈরির নানা সরঞ্জাম উদ্ধার হল বকুলতলা থানা এলাকায় ৷ উদ্ধার করা হল 10 টি ওয়ান সটার , 2 পিস পাইপ গান-সহ নানা অস্ত্র তৈরির সরঞ্জাম ৷ গ্রেপ্তার করা হল খয়রুল শেখ নামের এক ব্যক্তিকে ৷ এলাকায় একটি অস্ত্র কারধানারও সন্ধান পায় পুলিশ ৷

গতকাল রাতে বিশেষ সূত্রে খবর পেয়ে বকুলতলা থানা এলাকার 5 নম্বর মনিরতঠ এলাকায় খয়রুল শেখের বাড়ি পৌঁছায় পুলিশ ৷ বকুলতলা থানার পুলিশ ও বারুইপুর স্পেশাল অপারেশন গ্রুপ অভিযান চালায় ধৃতের বাড়িতে ৷ ঘটনাস্থান থেকে গ্রেপ্তার করা হয় খয়রুলকে ৷ তার ঘরে তল্লাশি চালিয়ে মেলে অস্ত্র ও অস্ত্র তৈরির নানা সরঞ্জাম ৷

আরও পড়ুন :বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার 3, উদ্ধার নগদ টাকা

বেশ কয়েক বছর ধরে গ্রামের মধ্যে চামড়া কারখানার আড়ালে খয়রুল এই ব্যবসা চালাচ্ছিল ৷ পুলিশের প্রাথমিক অনুমান, এই অস্ত্র কারখানার সঙ্গে আরও কেউ জড়িত থাকতে পারে ৷ সেকারণে কোথায় কোথায় এই অস্ত্র তৈরির চক্র কাজ করছে তার সন্ধান চালাচ্ছে পুলিশ ৷ ধৃতের বিরুদ্ধে অস্ত্র আইনের একাধিক ধারায় মামলা রুজু করেছে বকুলতলা থানার পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details