পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল কর্মী হেনস্থা হলে থানা স্তব্ধ করে দেব : আরাবুল

থানা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। ক্যানিং পশ্চিমের জনসভা থেকে তাঁর হুঁশিয়ারি, "দলীয় কর্মীর গায়ে হাত পড়লেই থানা স্তব্ধ করে দেওয়া হবে।"

আরাবুল ইসলাম

By

Published : Apr 9, 2019, 7:57 AM IST

Updated : Apr 9, 2019, 8:02 AM IST

ক্যানিং, 9 এপ্রিল : "তৃণমূল কংগ্রেস কর্মীদের হেনস্থা হলে থানা স্তব্ধ করে দেব।" হুঁশিয়ারি দিলেন আরাবুল ইসলাম। গতকাল ক্যানিং পশ্চিম দলীয় নেতাকর্মীদের নিয়ে বুথ ভিত্তিক বৈঠক করে জেলা তৃণমূল নেতৃত্ব। আরাবুল ছাড়াও ছিলেন জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি শুভাশিস চক্রবর্তী। শুভাশিস দলীয় বুথ সভাপতি, অঞ্চল সভাপতিদের হুঁশিয়ারি দিয়ে বলেন, "যে অঞ্চল বা বুথে দল কম ভোট পাবে বা বিরোধীদের কাছে হেরে যাবে সেখানকার নেতৃত্বকে সরিয়ে দেওয়া হবে।"

পরে জনসভা করেন আরাবুল ইসলাম। সেখানে তিনি বলেন, "CPI(M) ভাঙড়ে জিতবে সেই জায়গা এখনও তৈরি হয়নি। কয়েকজনকে দিয়ে আরাবুলকে অপমান করা যায়। আমি প্রশাসনের কাছে অনুরোধ রাখব, তারা যেন সঠিক কাজ করে। গণতান্ত্রিক দেশে একজন মার খেলেও তার বিচার হবে। আমরা চাই শান্তিপূর্ণভাবে নির্বাচন হোক। আজ আরাবুল হেনস্থা হয়েছে, কাল যদি আর একটি কর্মীর এই দশা হয়, তাহলে আমি থানা স্তব্ধ করে দেব। আমি সহ্য করতে পারি। কর্মীদের গায়ে হাত পড়লে ঠিক থাকব না। প্রশাসনকে বলব, একজন তৃণমূল কংগ্রেস কর্মীর গায়ে হাত পড়লে ছেড়ে কথা বলব না। পুলিশ আমাদের সহানুভূতি দেখাবে এর কোনও প্রয়োজন নেই। মার খেতে তৈরি আছি আমরা। পুলিশ বেআইনি ভাবে কাউকে হেনস্থা করলে ছেড়ে কথা বলব না। চ্যালেঞ্জ করে বলতে পারি।"

আরাবুল ইসলামের বক্তব্য

সেইসঙ্গে বিরোধীদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, "এরপর থেকে কোনও কর্মীর গায়ে হাত পড়লে পালটা জবাব দেওয়া হবে। আমার উপর আক্রমণ হোক, অসুবিধা নেই। কিন্তু, কর্মীদের গায়ে যেন হাত না পড়ে। তাহলে কিন্তু, জবাব দেব। কাউকে ছাড়া হবে না। পুলিশকেও বলব, যথাযথ ব্যবস্থা নিন।"

আরাবুলের এই মন্তব্য নিয়ে পুলিশ প্রশাসনের প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Last Updated : Apr 9, 2019, 8:02 AM IST

ABOUT THE AUTHOR

...view details