পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Arabul Attacks Abbas-Nawsad : আব্বাস এবং নওশাদকে অশালীন ভাষায় আক্রমণ আরাবুলের - নওশাদ সিদ্দিকী

আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে ভাঙড় থেকে তাড়ানোর হুঁশিয়ারি তৃণমূল নেতা আরাবুল ইসলামের (Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language) ৷ একশো দিনের কাজের টাকা কেন্দ্র না মেটানোয় একটি প্রতিবাদ সভা করে তৃণমূল ৷ সেখানেই ভাঙড়ের বিধায়ক তথা আইএসএফ নেতা নওশাদকে নিশানা করেন আরাবুল ৷

Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language
Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language

By

Published : Jun 6, 2022, 4:41 PM IST

ভাঙড়, 6 জুন : পঞ্চায়েত নির্বাচনের প্রায় বছর খানেক বাকি ৷ আর তার আগেই হম্বিতম্বি শুরু ভাঙড়ের তৃণমূল নেতা আরাবুল ইসলামের ৷ ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং তাঁর দাদা আব্বাস সিদ্দিকীর উদ্দেশে কু-মন্তব্যের অভিযোগ আরাবুলের বিরুদ্ধে (Arabul Islam is Accused of Attacking Abbas Siddiqui and Nawsad Siddique With Obscene Language) ৷ তিনি বলেন, ‘‘আমরা যদি মনে করি, তাহলে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে... ছুটে বেরিয়ে যেতে হবে ৷’’

একশো দিনের কাজের টাকার দাবিতে ভাঙড়ে প্রতিবাদ সভা করে তৃণমূল ৷ যার নেতৃত্বে ছিলেন আরাবুল ইসলাম ৷ সেই প্রতিবাদ সভা থেকেই ভাঙড়ের বিধায়ক নওশাদ এবং আইএসএফ প্রধান আব্বাসকে নিশানা করেন তিনি ৷ অভিযোগ যেখানে আব্বাস ও নওশাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করেন আরাবুল ৷ পঞ্চায়েত নির্বাচনে নওশাদের বিরুদ্ধে ধর্মের নামে সভা করার অভিযোগ করেছেন আরাবুল ৷ এ নিয়ে তিনি বলেন, ‘‘আমরা এখনও ময়দানে নামিনি ৷ যেদিন ময়দানে নামব, সেদিন নওশাদ সিদ্দিকী ও তাঁর চামচারা জিততে পারবে না ৷ নওশাদ সিদ্দিকী তুমি ধর্মের নাম করে ভাঙড়ে সভা করছ ৷ হিম্মত থাকে পার্টির ব্যানারে মিটিং করো ৷ যে ব্যানারে তুমি জিতেছ ৷’’

আব্বাস এবং নওশাদকে অশালীন ভাষায় আক্রমণ আরাবুলের

আরও পড়ুন : Agnimitra Paul : একশো দিনের কাজের টাকা মিটিয়ে দিলে তা পঞ্চায়েত নির্বাচনে ব্যবহার করবে তৃণমূল, মন্তব্য অগ্নিমিত্রার

তবে, এরপরই নওশাদ এবং আব্বাসকে উল্লেখ করে অশালীন মন্তব্য করেন আরাবুল ৷ অভিযোগ তিনি বলেন, ‘‘আমরা যদি মনে করি, তাহলে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে... (শব্দগুলি ভাষায় উল্লেখ করা সম্ভব নয়) ছুটে বেরিয়ে যেতে হবে ৷’’ এ দিন প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করেও অশালীন মন্তব্য করতে শোনা যায় আরাবুলকে ৷

ABOUT THE AUTHOR

...view details