মথুরাপুর, 6জুন : কেন্দ্রীয় প্রতিনিধি দল রাস্তা থেকেই ফিরে চলে যাচ্ছে বলে অভিযোগ গ্রামবাসীদের । আজ মথুরাপুর এলাকায় কেন্দ্রীয় প্রতিনিধি দল পরিদর্শনে আসে । কিন্তু এলাকায় এসে ঠিকঠাক পর্যবেক্ষণ করছে না । বরং প্রশাসনের আধিকারিকরা মূল রাস্তা থেকে তাদের ঘুরিয়ে নিয়ে চলে যাচ্ছেন । গ্রামের ভিতর ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে । সেইদিকে কেন্দ্রীয় দলকে যেতে দেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তাঁরা ।
দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর এক নম্বর ব্লক । এর কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কাটানদিঘি গ্রামে প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে আমফানে । কাটানদিঘির বিধ্বস্ত এলাকা পরিদর্শন করার জন্য সাতজনের একটি কেন্দ্রীয় দল আজ আসে । কলকাতা থেকে গাড়িতে মথুরাপুর আসেন তাঁরা । ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে সাধারণ মানুষের সঙ্গে কথাও বলেন । অবশ্য কেন্দ্রীয় দলের প্রতিনিধিদের পেয়ে স্থানীয় বাসিন্দারা ত্রাণ নিয়ে ক্ষোভ উগরে দেন । এলাকাবাসীদের অভিযোগ, আমফানে প্রচুর ক্ষতিগ্রস্ত স্থানীয়রা । কিন্তু কোনও সরকারি সাহায্য মেলেনি । ডায়মন্ড হারবারের মহকুমাশাসক সুকান্ত সাহাকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন তাঁরা । সুকান্ত সাহা তাঁদের আশ্বস্ত করে ঘটনার তদন্ত করে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন ।