পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বারুইপুরে তৃণমূল কর্মীর ওষুধের দোকানে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

তৃণমূল কর্মী সুমন অধিকারী তাঁর ওষুধের দোকানের সামনে থেকে বিজেপির লাগানো পতাকা খুলে দিয়েছিলেন ৷ সেই রোষের কারণেই রাতের অন্ধকারে দোকানের সামনে বসে মদ্যপান করে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল কর্মী ৷

বারুইপুরে তৃণমূল কর্মীর ওষুধের দোকানে ভাঙচুরের অভিযোগ বিজেপির বিরুদ্ধে

By

Published : May 9, 2021, 2:59 PM IST

বারুইপুর (দক্ষিণ 24 পরগনা), 9 মে : বারুইপুরে তৃণমূল কর্মীর ওষুধের দোকানে ভাঙচুরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে ৷ অভিযোগ, শনিবার রাতে ওই তৃণমূল কর্মীর দোকানে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালায় ৷ শনিবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার বারুইপুর পৌরসভার 11 নং ওয়ার্ডে ।

জানা গিয়েছে, তৃণমূল কর্মী সুমন অধিকারী তাঁর ওষুধের দোকানের সামনে থেকে বিজেপির লাগানো পতাকা খুলে দিয়েছিলেন ৷ সেই রোষের কারণেই রাতের অন্ধকারে দোকানের সামনে বসে মদ্যপান করে দুষ্কৃতীরা এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছেন ওই তৃণমূল কর্মী ৷ এই কাজের সঙ্গে বিজেপি জড়িত বলেই অভিযোগ সুমনের ৷ ঘটনার পর থেকে তিনি যথেষ্ট আতঙ্কিত হয়ে রয়েছেন বলে জানিয়েছেন ।

আরও পড়ুন : দাপুটে বিজেপি কর্মীর দোকানে ভাঙচুর

এ নিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেছেন সুমন অধিকারী । যদিও দোকান ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় বিজেপি নেতৃত্ব । ঘটনার তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ ।

ABOUT THE AUTHOR

...view details