ক্যানিং , 14 জুন : বেশ কয়েকদিন ধরে ক্যানিংয়ের বিভিন্ন দোকানের জিনিস খোয়া যাচ্ছিল ৷ কিন্তু কিছুতেই চোরের নাগাল মিলছিল না ৷ চুরি যাওয়ার সময় থেকেই স্থানীয় দোকানিরা তক্কে তক্কে ছিল ৷ এদিন হাতেনাতে চোরকে ধরা হয় ৷ ঘটনাটি ঘটে ক্যানিং থানার সাতমুখি বাজারে।
ঘটনার সূত্রপাত দিন-চার দিন আগে ৷ লকডাউনের সময় দোকান খোলার নির্দিষ্ট সময় এখন বাঁধা ৷ সেইমতো নির্দিষ্ট সময়ের মধ্যে দেকান বন্ধ হয়ে যায় ৷ আর এরই সুষোগ নিয়ে বিভিন্ন মুদিখানার দোকানে হানা দিচ্ছিল চোর ৷ শত চেষ্টা করেও দোকানিরা ঠাওর করতে পারছিল না , কীভাবে চুরি হচ্ছে ৷ কখন চুরি হচ্ছে ৷ চুরি শুরু হওয়ার ঠিক দু'দিন পর থেকে সতর্ক হয়ে যান দোকানিরা ৷ চেরকে ধরার সবরকম ব্যবস্থা করে স্থানীয়রা দোকানিরা ৷ সেইমতোই আজ সকালে চোর ধরা পড়ে ৷ কিন্তু এ কী ! চোর যে নাবালক ৷ একে পুলিশে দিয়েও তো লাভ নেই ৷ তাই নিজেরাই পোস্টের সঙ্গে তাকে আষ্টেপৃষ্টে বেঁধে বেধড়ক মারধর করেন ৷