কলকাতা, 10 জানুয়ারি: আলিপুর আদালত চত্বর থেকে বুধবার এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগে শোরগোল পড়ে যায় ৷ তবে পরে জানা যায়, পুলিশই তাকে গ্রেফতার করেছে ৷ সূত্রের খবর, গোপাল নগর এলাকা থেকে সুদীপ্ত মাইতি নামে ওই ব্যক্তি বিবাহ বিচ্ছেদের মামলায় আগাম জামিন নিতে এসেছিলেন ৷ তাঁকে গ্রেফতার করে বাঁশদ্রোনী থানার পুলিশ ৷ ঘটনায় রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এলাকায় ৷
পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া সুদীপ্ত মাইতির বিরুদ্ধে জাল আধার কার্ড বানানোর অভিযোগ রয়েছে ৷ এছাড়া দক্ষিণ ভারতের তামিলনাডুতে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে ৷ লালবাজারের দাবি, তামিলনাড়ু পুলিশ সুদীপ্ত মাইকে অনেকদিন ধরেই খুঁজছিল ৷ এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা সুদীপ্ত মাইতিকে গ্রেফতার করেছি ৷ আগামিকাল তাকে আলিপুর আদালতে পেশ করব ৷"
আলিপুর আদালত সূত্রে খবর, কয়েক বছর আগে বাঁশদ্রোনী থানা এলাকায় এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে আদালতে ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক মহিলা এবং সুদীপ্ত মাইতি নামে এক ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৷ সেই গ্রেফতারি পরোয়ানা থেকে রেহাই পেতে সুদীপ্ত মাইতি বুধবার আলিপুর আদালতে আসেন ৷