পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জামিন নিতে আসা ব্যক্তিকে আদালত চত্বর থেকে গ্রেফতার করল পুলিশ - West Bengal

Arrest from Court Complex: বিবাহ বিচ্ছেদের মামলায় আলিপুর আদালতে এসেছিল সুদীপ্ত মাইতি ৷ তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল পুলিশ ৷ তাই আগাম জামিন নিতে এসেছিল সুদীপ্ত ৷ তাকে গ্রেফতার করল পুলিশ ৷

ETV Bharat
আদালত চত্বর থেকে গ্রেফতার

By ETV Bharat Bangla Team

Published : Jan 10, 2024, 6:16 PM IST

Updated : Jan 10, 2024, 8:48 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: আলিপুর আদালত চত্বর থেকে বুধবার এক ব্যক্তিকে অপহরণ করার অভিযোগে শোরগোল পড়ে যায় ৷ তবে পরে জানা যায়, পুলিশই তাকে গ্রেফতার করেছে ৷ সূত্রের খবর, গোপাল নগর এলাকা থেকে সুদীপ্ত মাইতি নামে ওই ব্যক্তি বিবাহ বিচ্ছেদের মামলায় আগাম জামিন নিতে এসেছিলেন ৷ তাঁকে গ্রেফতার করে বাঁশদ্রোনী থানার পুলিশ ৷ ঘটনায় রীতিমতো ধুন্ধুমার কাণ্ড বেঁধে যায় এলাকায় ৷

পুলিশ সূত্রে খবর, গ্রেফতার হওয়া সুদীপ্ত মাইতির বিরুদ্ধে জাল আধার কার্ড বানানোর অভিযোগ রয়েছে ৷ এছাড়া দক্ষিণ ভারতের তামিলনাডুতে একাধিক থানায় অভিযোগ দায়ের হয়েছে তার বিরুদ্ধে ৷ লালবাজারের দাবি, তামিলনাড়ু পুলিশ সুদীপ্ত মাইকে অনেকদিন ধরেই খুঁজছিল ৷ এই বিষয়ে নিজের নাম প্রকাশে অনিচ্ছুক কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "আমরা সুদীপ্ত মাইতিকে গ্রেফতার করেছি ৷ আগামিকাল তাকে আলিপুর আদালতে পেশ করব ৷"

আলিপুর আদালত সূত্রে খবর, কয়েক বছর আগে বাঁশদ্রোনী থানা এলাকায় এক দম্পতির বিবাহ বিচ্ছেদের মামলা দায়ের করে আদালতে ৷ পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় এক মহিলা এবং সুদীপ্ত মাইতি নামে এক ব্যক্তির নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয় ৷ সেই গ্রেফতারি পরোয়ানা থেকে রেহাই পেতে সুদীপ্ত মাইতি বুধবার আলিপুর আদালতে আসেন ৷

এদিকে আদালতে আজ কোনও একটি বিভ্রাটের কারণে তার কাজটি হয়নি ৷ এরপরেই সুদীপ্ত মাইতির সঙ্গে থাকা এক মহিলাকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ ৷ সঙ্গে সঙ্গে একটি গাড়ি এসে সুদীপ্ত মাইতিকে গাড়িতে তুলে নিয়ে চলে যায় ৷ প্রথমে অভিযোগ ওঠে, কোর্ট চত্বর থেকে তাকে অপহরণ করা হয়েছে ৷ এ নিয়ে প্রশ্ন তোলেন আইনজীবীরা ৷ আদালত চত্বরে সব কাজ থমকে রয়েছে ৷

এই ঘটনার পর আলিপুর আদালতের বার অ্যাসোসিয়েশনের পক্ষে দাবি করা হয়, যতক্ষণ না-পর্যন্ত বাঁশদ্রোনী থানার ওসি আদালতে আসছেন এবং ওই অপহৃত ব্যক্তিকে উদ্ধার করছেন, ততক্ষণ আদালত চত্বরে অন্য কোনও জামিনের শুনানি কোনও আইনজীবী করবেন না ৷

আরও পড়ুন:

  1. স্ত্রীর বিরুদ্ধে করওয়া চৌথ না-করার অভিযোগ! নিষ্ঠুর আচরণ নয়, পর্যবেক্ষণ দিল্লি হাইকোর্টের
  2. বিবাহবিচ্ছেদ মামলার নিষ্পত্তি 1 কোটি 11 হাজার টাকায়
  3. হোটেলের তোয়ালেতে রক্তের দাগ সূচনারই, সন্তান খুনের পর আত্মহত্যার চেষ্টা অভিযুক্তের
Last Updated : Jan 10, 2024, 8:48 PM IST

ABOUT THE AUTHOR

...view details