পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্ত নাবালক - a minor girl raped by a miron

নাবালিকার ধর্ষণে অভিযুক্ত এক নাবালক ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলিতে ৷ বাড়িতে কেউ না থাকার সুযোগেই এই ঘটনাটি ঘটায় অভিযুক্ত ৷ সম্পর্কে সে নির্যাতিতার কাকা ৷

a-minor-girl-raped-by-a-miron-in-south-24-pargana
নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণ, অভিযুক্ত ‘নাবালক’ কাকা

By

Published : Feb 7, 2021, 10:22 PM IST

কুলতলি (দক্ষিণ 24 পরগনা), 7 ফেব্রুয়ারি : নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযুক্তও এক নাবালক ৷ তার বয়স 15 বছর ৷ সম্পর্কে সে ওই নির্যাতিতার নাবালিকার কাকা হয় ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকার।

পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকাকে জোর করে রান্নাঘরে নিয়ে যায় অভিযুক্ত ওই কিশোর। সেখানেই নাবালিকার সঙ্গে জোর জবরদস্তি করা হয় বলে অভিযোগ ৷ পরে ওই নাবালিকার পরিবার ফিরলে, সে পুরো বিষয়টি জানায় ৷ এই ঘটনায় রাতেই কুলতুলি থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতুলি থানার পুলিশ। তদন্তে নেমেই এই ঘটনায় অভিযুক্তকে আটক করে হোমে পাঠিয়েছে পুলিশ। আপাতত আশঙ্কাজনক অবস্থায় কুলতুলি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা।

আরও পড়ুন : দুর্গাপুরে কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ, গ্রেপ্তার অভিযুক্ত

গোটা ঘটনায় পুলিশ প্রশাসনও হতবাক ৷ অভিযুক্তও নাবালক হওয়ায় গোটা বিষয়টি আরও গুরুতর হয়ে গিয়েছে ৷ ফলে পুলিশও এ নিয়ে সাবধানে পদক্ষেপ নিচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details