কুলতলি (দক্ষিণ 24 পরগনা), 7 ফেব্রুয়ারি : নাবালিকাকে ডেকে নিয়ে গিয়ে ধর্ষণের অভিযোগ। ঘটনায় অভিযুক্তও এক নাবালক ৷ তার বয়স 15 বছর ৷ সম্পর্কে সে ওই নির্যাতিতার নাবালিকার কাকা হয় ৷ ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার কুলতলি থানা এলাকার।
পুলিশ সূত্রে খবর, শনিবার বিকেলে বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই নাবালিকাকে জোর করে রান্নাঘরে নিয়ে যায় অভিযুক্ত ওই কিশোর। সেখানেই নাবালিকার সঙ্গে জোর জবরদস্তি করা হয় বলে অভিযোগ ৷ পরে ওই নাবালিকার পরিবার ফিরলে, সে পুরো বিষয়টি জানায় ৷ এই ঘটনায় রাতেই কুলতুলি থানায় অভিযোগ দায়ের নির্যাতিতার পরিবার। ঘটনার তদন্ত শুরু করেছে কুলতুলি থানার পুলিশ। তদন্তে নেমেই এই ঘটনায় অভিযুক্তকে আটক করে হোমে পাঠিয়েছে পুলিশ। আপাতত আশঙ্কাজনক অবস্থায় কুলতুলি হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিতা।