পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ঢোলাহাটে মৎস্যজীবীদের জালে BJP কর্মীর মৃতদেহ !

শুক্রবার রাত থেকে নিখোঁজ ছিলেন । পেশায় মৎস্যজীবী ওই ব্যক্তির দেহ আজ মাছ ধরতে গিয়ে জালে ওঠে । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের । জানা গেছে, কাদের মোল্লা নামে ব্যক্তি BJP কর্মীও ।

BJP কর্মীর দেহ

By

Published : Aug 18, 2019, 5:30 PM IST

ঢোলাহাট (দক্ষিণ 24 পরগনা ), 18 অগাস্ট : নদী থেকে উদ্ধার BJP কর্মীর মৃতদেহ । ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাটের । গতকাল থেকে নিখোঁজ ছিলেন কাদের মোল্লা (55) । আজ মৎস্যজীবীদের জালে তাঁর দেহ ওঠে । কাদের নিজেও পেশায় মৎস্যজীবী । পুলিশের অনুমান, জাল ফেলতে গিয়ে নৌকা থেকে পরে তাঁর মৃত্যু হয়েছে । যদিও BJP নেতৃত্বের দাবি, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা তাঁকে খুন করেছে ।

শুক্রবার রাতে কাদেরকে শেষবার দেখেছিলেন তাঁর ছেলে । সেসময় নৌকায় ছিলেন কাদের । খাবার দিয়েই চলে আসেন তাঁর ছেলে । অন্যদিনের মতো গতকাল সকালে বাড়ি ফেরেননি কাদের । আজ সকালে তাঁর দেহ নজরে আসে মৎস্যজীবীদের । মাছ ধরতে গিয়ে তাঁদের জালে ওঠে দেহ । তাঁরা স্থানীয়দের জানান । খবর যায় পুলিশে । পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় ।

স্থানীয় BJP নেতৃত্বের দাবি, কাদেরকে খুন করেছে তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধানের গুন্ডারা । এবিষয়ে BJP নেতা অভিজিৎ দাস বলেন, "কাদের মোল্লা গতকাল থেকেই নিখোঁজ ছিলেন । ওঁর ছেলে শুক্রবার রাতে খাবার দিয়ে আসে । সেই শেষ । তারপর থেকে আর ওঁর সঙ্গে যোগাযোগ করা যায়নি । গতকাল নিখোঁজ ডায়েরি করেও কোনও লাভ হয়নি । আজ দেহ উদ্ধার হয় । আমাদের কাছে খবর আছে, রবীন্দ্র এলাকার প্রাক্তন পঞ্চায়েত সদস্য সাহাবুদ্দিন দলবল নিয়ে এসে ওকে তুলে নিয়ে গিয়ে খুন করেছে ।"

দেখুন ভিডিয়ো

অভিজিৎবাবু পুলিশের বিরুদ্ধেও তৃণমূলের হয়ে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন । তিনি বলেন, "আমি SP, DSP ও OC-র সঙ্গে কথা বলেছি । তাঁরা বিষয়টিকে অন্যভাবে দাবি করছেন । বলছেন, জাল ফেলতে গিয়ে পড়ে গেছেন কাদের । কিন্তু আমাদের কাছে খবর আছে, ওঁকে সাহাবুদ্দিনের লোকজন খুন করেছে । ওর পরিবারকেও টার্গেট করা হয়েছে । কারণ, কাদের BJP-তে যোগ দেওয়ার পর আমাদের সংগঠন আরও মজবুত হয়েছে । আমরা ওঁর মৃত্যুর সঠিক তদন্ত চাই ।"

ABOUT THE AUTHOR

...view details