পশ্চিমবঙ্গ

west bengal

Old Man Passed Madhyamik: অদম্য ইচ্ছাশক্তিতে ভর করে মাধ্যমিক পাস ঊনষাটের হোমগার্ডের

By

Published : Aug 6, 2022, 7:36 PM IST

অদম্য ইচ্ছাশক্তি ৷ আর তাতেই স্বপ্নপূরণ। বারুইপুরে দক্ষিণ 24 পরগনা জেলা পুলিশের হোমগার্ড পদে চাকুরিরত অবস্থায় 59 বছর বয়সে মাধ্যমিক পাস করলেন প্রভাসচন্দ্র মণ্ডল (59 Years Old Man Passed Madhyamik Examination) ।

Old Man Passed Madhyamik
মাধ্যমিক পাস 59 বছর বয়সী হোমগার্ডের

বারুইপুর, 6 অগস্ট:সংসারে অভাব-অনটন ৷ তাই হাল ধরতে হয়েছিল ৷ আর সংসারের হাল ধরতে ছাড়তে হয়েছিল পড়াশোনা ৷ কিন্তু মন মেনে নেয়নি ৷ মাধ্যমিক পাস করার আগেই হোমগার্ডে পেয়েছিলেন চাকরি ৷ তবে চাকরি পাওয়ার পরও চালিয়ে গিয়েছেন পড়াশোনা ৷ অবশেষে স্বপ্নপূরণ করে 59 বছর বয়সে মাধ্যমিক পাস করলেন বারুইপুরের প্রভাসচন্দ্র মণ্ডল (59 Years Old Man Passed Madhyamik Examination)৷

আগামী বছর ফেব্রুয়ারিতেই চাকরি থেকে অবসর নেবেন। নবম শ্রেণিতে পড়তে পড়তেই পরিবারের হাল ধরতে হোমগার্ডের চাকরিতে যোগ দিতে হয়েছিল। কিন্তু মাধ্যমিক পাস করার জন্য গত বছর রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ভর্তি হন তিনি। বারুইপুর পুলিশ জেলা অফিসে ছুটির পর সপ্তাহে তিনদিন রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ে ক্লাস করতে যেতেন প্রভাসবাবু।

আরও পড়ুন:মাঠের কাজের ফাঁকে পড়াশোনা করে বাজিমাৎ বাঁকুড়ার ছেলের

বৃহস্পতিবারই সেই পরীক্ষার ফলপ্রকাশ হয়েছে। প্রভাসবাবুর এই সাফল্যকে স্বীকৃতি দিতে বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার শ্রীমতী পুষ্পা সংবর্ধনা দিয়েছেন তাঁকে। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, বরাবর তিনি বিজ্ঞানের ছাত্র ছিলেন। মাধ্যমিকেও বিজ্ঞানে ভালো নম্বর পেয়েছেন ৷ এরপরেও পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছে রয়েছে তাঁর ৷ পরবর্তীতে তিনি বিজ্ঞান নিয়েই পড়াশোনা করতে চান ৷ অবসরের আগেই তিনি তাঁর পরবর্তী পর্যায়ের পড়াশোনা শুরু করতে চান ৷

হোমগার্ড পদে চাকরিরত অবস্থায় 59 বছর বয়সে মাধ্যমিক পাস করলেন প্রভাসচন্দ্র মণ্ডল

তাঁর বাড়িতে মেয়ে ও স্ত্রী রয়েছেন ৷ তিনি পড়াশোনার ইচ্ছেপ্রকাশ করলে তাঁর মেয়েই প্রথমে বাবার পাশে দাঁড়ান ৷ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে চাকরি জীবন চালানোর পাশাপাশি পড়াশোনা চালিয়ে এই সাফল্য পেয়ে খুশি প্রভাসবাবু ৷ এখনও তাঁর পরবর্তী পড়াশোনার করার এই জেদকে কুর্নিশ জানিয়েছেন তাঁর সহকর্মীরা ৷

ABOUT THE AUTHOR

...view details