পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ক্যানিংয়ে কটূক্তির প্রতিবাদে করে আক্রান্ত 2 মহিলা

নিজের পাড়াতেই বসেছিলেন মহিলারা। অভিযোগ কয়েকজন তাদের কটূক্তি করে। তার প্রতিবাদ করায় মারধর করা হয় প্রতিবাদীদের।

আক্রান্ত 2 মহিলা

By

Published : Apr 19, 2019, 7:55 PM IST

ক্যানিং , 19 এপ্রিল : কটূক্তির প্রতিবাদ করে মার খেলেন দুই মহিলা । আহত মোট চারজন । গতরাতে ঘটনাটি ঘটে দক্ষিণ 24 পরগণার ক্যানিং থানার দাঁড়িয়া গ্রাম পঞ্চায়েতের পশ্চিম দাঁড়িয়া গ্রামে । রাতেই গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আক্রান্তদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভরতি করেন । ঘটনার বিবরণ দিয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করেছেন আক্রান্তরা । অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ ।

স্থানীয় সূত্রে খবর, আহতরা নিজেদের পাড়াতে বসে ছিল । অভিযোগ, সেই সময় কয়েকজন যুবক তাদের কটূক্তি করে । যার প্রতিবাদ করেন ওই মহিলারা । অভিযোগ, এরপর ওই যুবকরা তাদের উপর হামলা চালায় । ঘটনায় মোট চারজন আহত হন । খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থানে যায়। ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্তরা । পুলিশ তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details