সোনারপুর , 13 এপ্রিল : সরকারি নির্দেশিকা ভেঙে মাস্ক ব্যবহার না করায় 20 জনকে আটক করল সোনারপুর থানার পুলিশ । আজ দুপুরে তাদের আটক করা হয় ৷
মাস্ক না পরেই রাস্তায়, সোনারপুরে আটক 20 - 20 people arrest at sonarpur
মাস্ক পরে না বেরনোয় 20 জনকে আটক করল সোনারপুর থানার পুলিশ ৷
কোরোনা মোকাবিলায় দেশজুড়ে লকডাউন চলছে ৷ কিন্তু অনেকেই নির্দেশিকা উপেক্ষা করে রাস্তায় বেরোচ্ছেন । জমায়েত করছেন । অনেকেই প্রয়োজন ছাড়াই রাস্তায় বেরোচ্ছেন ৷ তার উপর গতকালই এক নির্দেশিকায় রাজ্য সরকার জানিয়েছে, রাস্তায় বেরোলে নাক-মুখ ঢেকে বেরোতে হবে । কিন্তু, মাস্ক না পরে রাস্তায় বেরনোয় আজ 20 জনকে আটক করে সোনারপুর থানার পুলিশ ৷ সোনারপুর, রাজপুরের একাধিক এলাকা থেকে তাদের আটক করা হয় ।
পরে অবশ্য তাদের ছেড়ে দেওয়া হয় ৷ তাদের প্রত্যেকেই একটি করে মাস্ক দেওয়া হয় । থানার IC সঞ্জীব চক্রবর্তী প্রত্যেকের হাতে মাস্ক তুলে দেন । স্যানিটাইজ়ার দেওয়ার পরই তাদের হাতে মাস্ক তুলে দেওয়া হয় ৷