কোচবিহার, 26 জানুয়ারি : 2021-22 অর্থবর্ষে কোচবিহার জেলা পরিষদে 31 কোটি টাকার বাজেট করা হল । রাস্তাঘাট থেকে পরিশ্রুত পানীয় জল প্রকল্পে এই টাকা খরচ হবে ৷ কোচবিহার জেলা পরিষদের সভাধিপতি উমাকান্ত বর্মন বলেন, ‘‘2021-22 অর্থবর্ষে টায়েড ও আনটায়েড ফান্ডে 31 কোটি টাকার কাজের পরিকল্পনা নেওয়া হয়েছে।’’
কোচবিহারের গ্রাম উন্নয়নে 31 কোটি টাকার বাজেট জেলা পরিষদের
2021-22 অর্থবর্ষে 31 কোটি টাকা খরচ হবে। এরমধ্যে চতুর্দশ অর্থ কমিশনে 5 কোটি এবং পঞ্চদশ অর্থ কমিশনে 26 কোটি টাকা খরচ হবে। কোচবিহার জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, 10 কোটি টাকা ব্যয়ে জেলার 33টি রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং 1 কোটি টাকায় সেতু ও কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন :BJP ছেড়ে এলেন তিনজন, দক্ষিণ দিনাজপুর জেলাপরিষদ আবার তৃণমূলের
কোচবিহার জেলা পরিষদ সূত্রে জানা গিয়েছে, 10 কোটি টাকা ব্যায়ে জেলার 33টি রাস্তা তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে এবং 1 কোটি টাকায় সেতু ও কালভার্ট সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। 4 কোটি 62 লক্ষ টাকায় 33টি পরিশ্রুত পানীয় জলের প্রকল্প তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে। এছাড়া 6টি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্প করার জন্য 1 কোটি 32 লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষি, সেচ ও সমবায়ের স্থায়ী সমিতিতে খরচ হবে 5 কোটি টাকা। এরমধ্যে 38টি সোলার আরএলআই হবে। জেলাপরিষদের সভাধিপতি জানান, 2021-22 অর্থবর্ষে 31 কোটি টাকা খরচ হবে। এরমধ্যে চতুর্দশ অর্থ কমিশনে 5 কোটি এবং পঞ্চদশ অর্থ কমিশনে 26 কোটি টাকা খরচ হবে।