পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কোচবিহারে মহিলা ভোটারের আনুপাতিক হার বাড়ল - women voters

কোচবিহার জেলায় বাড়ল মহিলা ভোটারের হার বাড়ল৷ কোচবিহার জেলায় প্রতি হাজার পুরুষের অনুপাতে মহিলাদের সংখ্যা 926। কোচবিহারে 60 শতাংশ বাসিন্দা প্রথমবার ভোটাধিকার পেলেন৷

কোচবিহারে মহিলা ভোটারের আনুপাতিক হার বাড়ল
কোচবিহারে মহিলা ভোটারের আনুপাতিক হার বাড়ল

By

Published : Jan 29, 2021, 7:08 PM IST

কোচবিহার, 29 জানুয়ারি :মহিলা ভোটারের আনুপাতিক হার বাড়ল কোচবিহার জেলায়। সদ্যপ্রকাশিত ভোটার তালিকায় কোচবিহার জেলায় প্রতি হাজার পুরুষের অনুপাতে মহিলাদের সংখ্যা 926। 2011 সালের বিধানসভা নির্বাচনে প্রতি হাজার পুরুষে মহিলা ভোটারের সংখ্যা ছিল 903 জন। 2016 সালের বিধানসভা নির্বাচনের আগে সেই সংখ্যায় কোনও বদল হয়নি। কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, ‘‘কোচবিহারের মহিলা ভোটারের আনুপাতিক হার বেড়েছে। এই সংখ্যা বৃদ্ধি করাতে আরও জোর দিতে বলা হয়েছে।’’

প্রশাসনের তরফে জানা গিয়েছে যে, গত 16 ডিসেম্বর কোচবিহারে যে ভোটার তালিকা প্রকাশিত হয়, তাতে নতুন ভোটার যুক্ত হয়েছে 50 হাজার 693 জন। এদের মধ্যে 60 শতাংশ প্রথমবার ভোটাধিকার পেলেন। ঠিকানা বদল, বিবাহ-সহ বিভিন্ন কারণে বেশ কিছু নাম ভোটার তালিকায় যুক্ত হয়েছে।

আরও পড়ুন :এবার বিজেপিতে কারা? নজরে ডুমুরজলায় অমিতের সভা

জেলায় মোট ভোটারের সংখ্যা 23 লক্ষ 29 হাজার 171 জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা 12 লক্ষ 15 হাজার 72 জন এবং মহিলা ভোটার সংখ্যা 11 লক্ষ 24 হাজার 80 জন। জেলার মধ্যে দিনহাটা বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা সবচেয়ে বেশি৷ আর মেখলিগঞ্জ বিধানসভা কেন্দ্রে ভোটার সংখ্যা সবচেয়ে কম।

ABOUT THE AUTHOR

...view details