কোচবিহার, 30 মে : ভিনরাজ্য থেকে আসা এক পরিযায়ী শ্রমিকের বাড়ি টিন দিয়ে ঘিরে দিলেন গ্রামবাসীরা । ১৪ দিনের খাবারের ব্যবস্থা করবেন তাঁরাই । ওই পরিযায়ী শ্রমিকের পরিবারটি যাতে ১৪ দিন সম্পূর্নভাবে হোম কোয়ারানটিনে থাকতে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাল গ্রামবাসীরা ।
জানা গিয়েছে, দিনহাটার নাজিরহাট-১ গ্রাম পঞ্চায়েতের বাজেজমা শেওড়াগুড়ির বাসিন্দা আফিয়া বিবি ও তাঁর পুত্র তহিদুল আলি উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিকের কাজ করতেন । গত শুক্রবার রাতে তাঁরা দিনহাটার নিজস্ব বাড়িতে পৌঁছান । স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাঁদের আগামী ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে ।