পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

দিনহাটায় পরিযায়ী শ্রমিকের বাড়ি টিন দিয়ে ঘিরলেন গ্রামবাসী

জেলায় ফেরত পরিযায়ী শ্রমিকের বাড়িটিকে টিন দিয়ে ঘিরে দিলেন গ্রামবাসীরা । আগামী 14 দিনের খাওয়ার বন্দোবস্ত করবে গ্রামবাসীরা ।

Covered with tin
Covered with tin

By

Published : May 30, 2020, 10:21 PM IST

কোচবিহার, 30 মে : ভিনরাজ্য থেকে আসা এক পরিযায়ী শ্রমিকের বাড়ি টিন দিয়ে ঘিরে দিলেন গ্রামবাসীরা । ১৪ দিনের খাবারের ব্যবস্থা করবেন তাঁরাই । ওই পরিযায়ী শ্রমিকের পরিবারটি যাতে ১৪ দিন সম্পূর্নভাবে হোম কোয়ারানটিনে থাকতে পারে সেজন্যই এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানাল গ্রামবাসীরা ।

জানা গিয়েছে, দিনহাটার নাজিরহাট-১ গ্রাম পঞ্চায়েতের বাজেজমা শেওড়াগুড়ির বাসিন্দা আফিয়া বিবি ও তাঁর পুত্র তহিদুল আলি উত্তরপ্রদেশের নয়ডায় শ্রমিকের কাজ করতেন । গত শুক্রবার রাতে তাঁরা দিনহাটার নিজস্ব বাড়িতে পৌঁছান । স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে তাঁদের আগামী ১৪ দিন হোম কোয়ারানটিনে থাকার নির্দেশ দিয়েছে ।

আফিয়া বিবি ও তহিদুল যাতে বাড়ির বাইরে না বেরোন তাই টিন দিয়ে দেওয়া হয়েছে তাঁদের বাড়ি। বাড়ি থেকে বাইরে বেরোনোর রাস্তাও বন্ধ করে দিয়েছে গ্রামবাসীরা । যুবলিগের রাজ্য সম্পাদক আবদুর রউফ বলেন, “ গ্রামে কোরোনা সতর্কতার জন্য এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে । ওই পরিবারটি যাতে পুরোপুরি হোম কোয়ারানটিনে থাকতে পারে সেজন্য বাড়িটিকে টিন দিয়ে ঘিরে দেওয়া হয়েছে ।”

হোম কোয়ারানটিনে থাকা আফিয়া বিবি ও তহিদুল জানান, “বাড়ির মধ্যেই থাকব । প্রতিবেশীরা আগামী 14 দিন আমাদের খাবারের দায়িত্ব নিয়েছে ।”

ABOUT THE AUTHOR

...view details