পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমুল নেতাদের হাতে মার খেল গ্রামবাসীরা ! - তৃণমুল নেতারা গ্রামবাসীদের মারল

রাস্তা সংস্কারের দাবিতে পথ অবরোধ করতে এসে তৃণমূল নেতাদের হাতে মার খেল গ্রামবাসীরা ৷ এই অভিযোগ সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায় ৷ শুক্রবার মাথাভাঙা 1 ব্লকের বৈরাগিহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে ৷

villagers were beaten
পথ অবরোধ করতে এসে তৃণমূল নেতাদের হাতে মার খেল গ্রামবাসী

By

Published : Jul 25, 2020, 2:04 AM IST

কোচবিহার,24 জুলাই : রাস্তা সংস্কারের দাবিতে আন্দোলন করতে এসে তৃণমুলের নেতাকর্মীদের হাতে মার খেল গ্রামবাসী। শুক্রবার মাথাভাঙা 1 ব্লকের বৈরাগিহাট গ্রাম পঞ্চায়েতের অশোকবাড়ি গ্রামে ঘটনাটি ঘটেছে। ঘটনায় 3 জন গ্রামবাসী আহত হয়েছে। যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে।

জানা গিয়েছে অশোকবাড়ি এলাকায় চার কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। স্থানীয় গ্রাম পঞ্চায়েত থেকে ব্লক প্রশাসনের কর্তাদের জানানো হলেও কাজ না হয়নি ৷ সেই রাস্তা সংস্কারের দাবিতে আজ পথ অবরোধ করতে যায় গ্রামবাসীরা ৷ সেখানে গেলে স্থানীয় বৈরাগিহাট গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা রায়ের স্বামী অমর রায়ের নেতৃত্বে হামলা চালান হয় বলে অভিযোগ। এই ঘটনায় মুহুর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।গ্রামবাসীর অভিযোগ, খবর পেয়ে অনেক পরে পুলিশ আসে।

তৃণমুলের নেতাকর্মীদের হাতে মার খেল গ্রামবাসীরা

বাসিন্দাদের অভিযোগ প্রধানের স্বামীর নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে। পাশের পুকুরে দুজনকে ফেলে দেওয়া হয়। যদিও তৃণমুল নেতা অমর রায় বলেন, "অভিযোগ ভিত্তিহীন। ওরা পথ অবরোধ করতে এলে আমরা বোঝাতে যাচ্ছিলাম। তখন আমাদের মারধর করে।" ঘটনার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details