কোচবিহার 24 এপ্রিল : BSF -এর তরফে সীমান্তে কাঁটাতারের বেড়ার গেট বন্ধ করে দেওয়ায় ওপারে আটকে পড়েছেন মেখলিগঞ্জের কুচলিবাড়ি গ্রাম পঞ্চায়েতের কলসিগ্রামের বাসিন্দারা ৷ মেখলিগঞ্জের বিধায়ক অর্ঘ্য রায় প্রধানের তরফে সেখানে খাদ্যসামগ্রী বিলি করা হয় । সেই খাদ্যসামগ্রী নিম্নমানের, এই অভিযোগ তুলে আজ বিক্ষোভ দেখান সেখানকার বাসিন্দারা ৷
কলসিগ্রামের বাসিন্দাদের জন্য চাল, আলু, বাঁধাকপি ও অন্যান্য খাদ্যসামগ্রী নিয়ে যাওয়া হয় । অভিযোগ, প্যাকেট খুলে তাঁরা দেখতে পান সমস্ত সবজি পচে গিয়েছে । প্যাকেটে সামান্য চাল রয়েছে ৷ তারপরই সেগুলি তাঁরা কাঁটাতারের বেড়ার পাশেই ফেলে দিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন । কলসিগ্রামের বাসিন্দাদের মধ্যে আবু আলম, বিলকিস বিবি, মজিনা বিবিরা বলেন, তাঁদের জন্য আজ 2-1 কেজি করে চাল দেওয়া হয় । যে সব সবজি দিয়েছে সব পচা ৷ সেকারণে তাঁরা সব ফেলে দিয়েছেন । সেগুলো খেলে রোগে আক্রান্ত হবেন ৷ তাঁদের বক্তব্য, কাঁটাতারের বেড়ায় আটকে পড়ে সমস্যায় দিন কাটাতে হচ্ছে । এরপর যদি তাঁদের ঠিকমতো খাদ্যসামগ্রী না মেলে, পচা খাবার দেওয়া হয় , সেগুলো কী করে খাবেন তাঁরা ।