কোচবিহার, 22 মে : BJP-র কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । কোচবিহারের তুফানগঞ্জের ঘটনা । যদিও তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে । খবর পেয়ে ঘটনাস্থানে পুলিশ পৌঁছালে তাদের ঘিরে বিক্ষোভ দেখায় BJP-র নেতা-কর্মীরা । পাশাপাশি পুলিশের সামনে BJP নেতারা তৃণমূল কার্যালয় ভেঙে ফেলার পালটা হুমকি দেন ।
"তৃণমূলের পার্টি অফিস গুঁড়িয়ে দেব", পুলিশের সামনে হুমকি স্থানীয় BJP নেতার - coochbihar
কোচবিহার জেলার তুফানগঞ্জে BJP-র কার্যালয় ভাঙার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে ।
গতকাল রাত 11 নাগাদ BJP-র কার্যালয় ভাঙচুরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । পতাকা-ফেস্টুন ছেঁড়ার পাশাপাশি চেয়ার-টেবিলও ভাঙচুর করা হয় । খবর পেয়ে এলাকায় আসেন স্থানীয় BJP নেতা প্রসেনজিৎ বসাক । তিনি বলেন, "তৃণমূল ছাত্র পরিষদ নেতা তনু সেনের নেতৃত্বে তৃণমূল কর্মীরা আমাদের কার্যালয় ভাঙচুর করে ।" পালটা পুলিশ অফিসারের সামনে হুমকি দিয়ে তিনি বলেন, "আজ দলীয় নেতৃত্বের কথা শুনে আমরা কিছু করছি না । না হলে আমার দম আছে, তৃণমূলের পার্টি অফিস গুঁড়িয়ে দেব । কাল থানায় গিয়ে GD নম্বর যদি না পাই আপনাদের সামনে ভাঙচুর করব । পুলিশ আসবে 200-250 । আমাদের লোক আসবে 20 হাজার । সব ভাঙচুর করব ।"
BJP কার্যালয় ভাঙচুরের অভিযোগ অস্বীকার করেন তনু সেন । তিনি বলেন, "এই ঘটনায় আমাদের কেউ জড়িত নয় ।" ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।