পশ্চিমবঙ্গ

west bengal

Vaccination of Pregnant Women: গর্ভবতী মহিলাদের টিকাকরণ শুরু কোচবিহারে

By

Published : Jul 26, 2021, 3:54 PM IST

বাড়ির কাছের টিকাকরণ কেন্দ্রে গর্ভবতী মহিলাদের টিকা দেওয়ার ব্যবস্থা হয়েছে । ইতিমধ্যে এই বিষয়ে সমীক্ষাও করেছে স্বাস্থ্য দফতর ।

s
s

কোচবিহার, 26 জুলাই: করোনার তৃতীয় ঢেউ আসার আগেভাগে গর্ভবতী মহিলাদের টিকাকরণ শুরু করল জেলা প্রশাসন । বাড়ির কাছের টিকাকরণ কেন্দ্রে তাঁদের টিকা দেওয়ার ব্যবস্থা হয়েছে । ইতিমধ্যে এই বিষয়ে সমীক্ষাও করেছে স্বাস্থ্য দফতর ।

সোমবার থেকেই জেলার বিভিন্ন এলাকায় গর্ভবতী মহিলাদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে । এমনিতে গোটা রাজ্যের মতো কোচবিহার জেলাজুড়ে টিকা দেওয়া শুরু হয়েছে অনেক আগেই । টিকার ঘাটতির মধ্যেও রবিবার বিকেল পর্যন্ত জেলায় 3 লাখ 88 হাজার 315 জনকে প্রথম ডোজ় ও 1 লাখ 95 হাজার 62 জনকে দ্বিতীয় ডোজ় দেওয়া হয়েছে । তবে এতদিন গর্ভবতী মহিলাদের টিকা দেওয়া হয়নি । এবার আইসিএমআর (ICMR)-এর গাইডলাইন মেনে গর্ভবতী মহিলাদের টিকা দেওয়ার কাজ শুরু হল ।

আরও পড়ুন: Vaccination of Kolkata Corporation : কোভ্যাক্সিন অমিল, কুপনে কোভিশিল্ড দিল কলকাতা পৌরনিগম

এবিষয়ে কোচবিহারের জেলাশাসক পবন কাদিয়ান বলেন, "গর্ভবতী মহিলাদের টিকা দেওয়া হচ্ছে । বাড়ির কাছেই যাতে তাঁদের টিকা দেওয়া যায় সেই বিষয়ে উদ্যোগ নেওয়া হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details