পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Vaccination Camp : ফের তৃণমূল কার্যালয়ে ভ্যাকসিনেশন ক্যাম্পের অভিযোগ তুফানগঞ্জে

দলীয় কার্যালয়ে ভ্য়াকসিন দেওয়ার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ৷ এবার কোচবিহারের মহিষকুচি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতে ৷ প্রতিবাদে বিজেপি কর্মীরা পথ অবরোধ করেন ৷

চলছে বিক্ষোভ
চলছে বিক্ষোভ

By

Published : Aug 6, 2021, 4:57 PM IST

কোচবিহার, 6 অগস্ট : স্বাস্থ্যকেন্দ্রে নয়, করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে তৃণমূল কার্যালয়ে ৷ আর বাছাই করে তৃণমূল কর্মীদেরই তা দেওয়ার কাজ চলছে । এই অভিযোগে তুফানগঞ্জের বাকলায় পথ অবরোধ করলেন বিজেপির কর্মী-সমর্থকরা । শুক্রবার সকালে এই বিক্ষোভ সামলাতে বক্সিরহাট থানার পুলিশ গিয়ে অবরোধকারীদের সঙ্গে আলোচনা করে ৷ ঘণ্টাখানেক পর অবরোধ উঠে যায় ।

সূত্রে জানা গিয়েছে, তুফানগঞ্জ-২ নম্বর ব্লকের মহিষকুচি-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অঞ্চল তৃণমূল কার্যালয়ে তৃণমূল কর্মীদের গত কয়েকদিন ধরে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছিল । বিষয়টি জানাজানি হতে গতকাল স্বাস্থ্যকর্মীদের আটক করা হয় । সেই ভিডিয়ো ভাইরাল হয় সোশ্যাল মিডিয়ায় । তারপর আজ এই ঘটনার প্রতিবাদে বাকলা মোড়ে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা ।

আরও পড়ুন : Health Volunteer : করোনা মোকাবিলায় রাজ্যে দেড় লক্ষ স্বাস্থ্য স্বেচ্ছাসেবক নিয়োগ করছে বঙ্গ বিজেপি

বিজেপির তুফানগঞ্জ বিধানসভা কেন্দ্রের সংযোজক উৎপল দাস বলেন, "স্বাস্থ্যকেন্দ্র পাশে থাকলেও তৃণমূল কার্যালয়ে করোনার ভ্যাকসিন দেওয়া হচ্ছে । বাছাই করে করে তৃণমূল কর্মীদের দেওয়া হচ্ছে ।" যদিও অভিযোগ অস্বীকার করেছে স্থানীয় তৃণমূল নেতারা। কোচবিহারে তৃণমূলের জেলা সম্পাদক আব্দুল জলিল আহমেদ বলেন, "এই অভিযোগ ভিত্তিহীন । স্বাস্থ্যকেন্দ্রেই ভ্যাকসিন দেওয়া হচ্ছিল । বিজেপির কোনও কাজ নেই ৷ শুধু প্রচার করে ৷" যদিও গোটা বিষয়টি নিয়ে মুখ খুলতে চায়নি স্বাস্থ্য দফতর ।

ABOUT THE AUTHOR

...view details