পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গোরু নিয়ে দিলীপের মন্তব্যে সোশাল মিডিয়ায় ব্যঙ্গ উদয়নের

দেশি গোরুর দুধ সোনালি হয় ৷ সম্প্রতি বর্ধমানে গোপষ্টমী উৎসবে যোগ দিয়ে একথা বলেন ৷ গতকাল সেই প্রসঙ্গে সোশাল মিডিয়ায় দিলীপ ঘোষকে কটাক্ষ করেন তৃণমূল বিধায়ক উদয়ন গুহ ৷

ছবি

By

Published : Nov 6, 2019, 11:11 AM IST

দিনহাটা, 6 নভেম্বর : BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে ব্যঙ্গ করলেন দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহ। সম্প্রতি দিলীপ ঘোষের 'গোরুর দুধ সোনালি' মন্তব্যের পরিপ্রেক্ষিতে গতকাল সোশাল মিডিয়ায় একটি পোস্ট করে 'স্ত্রীর ভাই, গর্দভ' শব্দবন্ধটি উল্লেখ করেন উদয়ন ৷ তৃণমূল বিধায়কের এই পোস্ট ঘিরে রাজনৈতিক মহলের একাংশে চাপানউতোর শুরু হয়েছে ৷

সম্প্রতি বর্ধমানে গোপষ্টমী উৎসবে যোগ দিয়েছিলেন দিলীপ ঘোষ । সেখানে তিনি বলেন,"বিদেশি গোরুর পিঠে কুঁজ থাকে না কিন্তু দেশি গোরুর পিঠে কুঁজ থাকে । আর ওই কুঁজেই থাকে স্বর্ণনালি । রোদ পড়লে ওখানে সোনা তৈরি হয় । তাই তো দেশি গোরুর দুধ সোনালি হয় ।" দিলীপের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই গতকাল একটি পোস্ট করেন উদয়ন গুহ ৷ পোস্টে তিনি লেখেন, "গরুর কুঁজে সূর্যের রোদ লাগলে সোনা তৈরি হয়। দিলীপবাবু মাঝে মাঝে জন্মদিনের পোশাক পরে রোদে শুয়ে থাকবেন। ভারত সরকার কোহিনুরের মতো বড় হিরে পাবে। স্ত্রীর ভাই, গর্দভ।"

উদয়ন গুহর পোস্ট

যদিও বিষয়টি নিয়ে উদয়ন বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, "যাঁদের বুদ্ধি আছে তারা বুঝতে পারবেন।"

ABOUT THE AUTHOR

...view details