পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের উপর হামলা হলে বিজেপি কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে, নিশীথের পাড়ায় হুমকি উদয়নের - হুঁশিয়ারি উদয়নের

Udayan Guha: তৃণমূল কর্মীদের উপর হামলা হলে বিজেপি নেতাদের বাড়ি থেকে বের করে পেটানো হবে বলে হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । এ দিন কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে পদযাত্রা করেন তিনি ৷

Udayan Guha
উদয়ন গুহ

By ETV Bharat Bangla Team

Published : Nov 20, 2023, 5:48 PM IST

Updated : Nov 20, 2023, 8:04 PM IST

নিশীথের পাড়ায় হুমকি উদয়নের

দিনহাটা, 20 নভেম্বর: তৃণমূল কর্মীদের উপর হামলা হলে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে । কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে পদযাত্রা করতে গিয়ে এই হুমকি দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ ।

100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে সোমবার কেন্দ্রীয় মন্ত্রী নিশীথ প্রামাণিকের এলাকা ভেটাগুড়িতে পদযাত্রা করেন মন্ত্রী উদয়ন গুহ । তবে এ দিনের কর্মসূচিতে স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীদের সে ভাবে দেখা মেলেনি । তার কারণ জিজ্ঞেস করা হলে সাংবাদিকদের উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী বলেন, বিজেপির সন্ত্রাসে তৃণমূল কর্মী থেকে সাধারণ মানুষ কেউই বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছেন না ৷ এরপরই উদয়ন গুহ বলেন, তৃণমূল কর্মীদের উপর হামলা হলে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে ।

যদিও এ প্রসঙ্গে বিজেপির কোচবিহার জেলা সম্পাদক অজয় রায় বলেন, "তাঁর পেছনে জনসমর্থন নেই । এ সব হুমকিকে আমরা পাত্তা দিই না ।"

প্রসঙ্গত, 100 দিনের কাজের বকেয়া টাকার দাবিতে গত 11 নভেম্বর থেকে নিজের বিধানসভা কেন্দ্র দিনহাটার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত থেকে পদযাত্রা শুরু করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ । এ দিন সকালে ভেটাগুড়িতে পদযাত্রা করেন তিনি । তবে এ দিনের কর্মসূচিতে ভেটাগুড়ির স্থানীয় তৃণমূলের নেতা-কর্মীদের বদলে বাইরের কর্মীদের সংখ্যাই বেশি ছিল ।

প্রায় 5 কিলোমিটার পদযাত্রার পর সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ বলেন, তৃণমূল কর্মীদের উপর হামলা হলে বিজেপি নেতা-কর্মীদের বাড়ি থেকে বের করে পেটানো হবে । মন্ত্রীর এই হুমকি ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনৈতিক মহলে ।

আরও পড়ুন:

  1. 'এত ধাপ্পাবাজ যে ঠাকুরকেও ধাপ্পা দেয়,' বিজয়া সম্মিলনী থেকে নিশীথকে কটাক্ষ উদয়নের
  2. ফোন নম্বর ফাঁস, শুভেন্দুর বিরুদ্ধে থানার দ্বারস্থ উদয়ন গুহর পুত্রবধূ
Last Updated : Nov 20, 2023, 8:04 PM IST

ABOUT THE AUTHOR

...view details