কোচবিহার, 16 জুলাই : কেন্দ্রীয় মানবাধিকার কমিশনের দেওয়া দুষ্কৃতীদের তালিকায় নাম রয়েছে দিনহাটার দুই তৃণমূল নেতা উদয়ন গুহ ও জয়দীপ ঘোষের । রাজ্যে ভোট পরবর্তী হিংসা নিয়ে দিনহাটার বিভিন্ন গ্রাম ঘুরে মানবাধিকার কমিশন দুষ্কৃতীদের যে তালিকা তৈরি করেছে তাতে দিনহাটা মহকুমায় তৃণমূলের এই দুই শীর্ষ নেতার নাম থাকায় শোরগোল পড়ে গিয়েছে । মূলত, ওই দুই নেতার মদতেই দিনহাটায় ভোট-পরবর্তী হিংসা হয়েছে বলে মানবাধিকার কমিশনের সদস্যদের অভিমত । যদিও বিষয়টিকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল নেতৃত্ব ।
বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর গোটা রাজ্যের সঙ্গে সঙ্গে কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় অশান্তি শুরু হয় । অশান্তি হয় দিনহাটাতেও । তৃণমূলের ভয়ে অনেক বিজেপি কর্মী দীর্ঘদিন দোকান খুলতে পারেননি বলে অভিযোগ । বাড়ি ছাড়া ছিলেন অনেকে । বিশেষ করে তৃণমূল নেতা উদয়ন গুহের উপর হামলার পর 6 মে দিনহাটা শহরের পাওয়ার হাউস এলাকায় উদয়ন গুহের উপর হামলার পর অশান্ত হয়ে ওঠে দিনহাটা শহর । হামলায় মূল অভিযুক্ত বিজেপি নেতাদের বাড়িতে ভাঙচুর চালানো হয় । পরবর্তীতে মানবাধিকার কমিশনের সদস্যরা দিনহাটায় এসে ওইসব বাড়ি ঘুরে দেখেন । এরপর মানবাধিকার কমিশনের সদস্যরা যে দুষ্কৃতীদের তালিকা প্রকাশ করেছেন তাতে নাম রয়েছে দিনহাটার তৃণমূল নেতা উদয়ন গুহ এবং দিনহাটা পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য জয়দীপ ঘোষের ।