কোচবিহার, 16 এপ্রিল : জ্বর ও শ্বাসকষ্টের সমস্যা নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য আসার পথে মৃত্যু এক মহিলা ও এক নাবালকের(9)। কোচবিহারের ঘটনা। কোরোনার উপসর্গ থাকায় দু'জনের সোয়াব নমুনা সংগ্রহ করে তা পরীক্ষার জন্য শিলিগুড়িতে পাঠানো হয়েছে ।
কোচবিহারে জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মৃত 2, পরীক্ষায় পাঠানো হল সোয়াব নমুনা - কোচবিহার
জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে দু'জনের মৃত্যু হয়েছে কোচবিহারে । কোরোনার উপসর্গ থাকায় তাদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে ।
কোচবিহার জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগেও জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে কয়েকজনের মৃত্যু হয়েছে কোচবিহারে । মৃত্যুর পর প্রত্যেকের নমুনা পরীক্ষার জন্য শিলিগুড়িতে পাঠানো হয়েছিল । তবে প্রতিটি ক্ষেত্রে রিপোর্ট নেগেটিভ এসেছে ।
এরই মধ্যে গতকাল কোচবিহারের ওই মহিলা ও নাবালকের মৃত্যু হয় । কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসার আগেই তাদের মৃত্যু হয় । পরে মেডিকেলে নিয়ে আসা হলে তাদের মৃতদেহ আলাদা করে রাখা হয় । জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সুমিত গঙ্গোপাধ্যায় বলেন, " ওদের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।"