মাথাভাঙা, 7 এপ্রিল: আলু চুরির অভিযোগে দুই যুবককে গাছে বেঁধে গণধোলাই দিলেন স্থানীয়রা । খবর পেয়ে ওই দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ । কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট এলাকার গেন্দুগুড়ি গ্রামের ঘটনা ।
আলু চুরির অভিযোগে দুই যুবককে গাছে বেঁধে গণধোলাই - আলু চুরির অভিযোগে দুই যুবককে মারধর
আলু চুরির অভিযোগে দুই যুবককে গাছে বেঁধে গণধোলাই দিলেন গ্রামবাসীরা । পরে পুলিশ এসে তাদের উদ্ধার করে থানায় নিয়ে যায় ।
স্থানীয় দীনেশ বর্মণের জমি থেকে আলু তুলে বস্তায় ভরা হয়েছিল । অভিযোগ, তিনদিন আগে তাঁর জমি থেকে 12 বস্তা আলু চুরি হয় । এরপর গতকাল তিনি আলু খেতে পাহাড়াদার রাখেন । অভিযোগ, রাতের দিকে আলু চুরি করতে আসে ওই দুই যুবক । তখনই তারা হাতেনাতে ধরা পড়ে যায় । এরপর তাদের একটি গাছে বেঁধে গণধোলাই চলে । জানা গেছে, ওই দুই যুবকের বাড়ি প্রতিবেশী গ্রামে ।
খবর পেয়ে ঘটনাস্থানে আসে মাথাভাঙা থানার পুলিশ । অভিযুক্ত দুই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয় ৷ আলু খেতের মালিক বলেন, "গতকাল ওই দু'জন আবার চুরি করতে এলে হাতেনাতে ধরে ফেলি । গ্রামবাসীরাও আসেন । ওদের গাছে বেঁধে রাখা হয় ৷ পরে পুলিশ এসে থানায় নিয়ে যায় ৷"