পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তুফানগঞ্জে তৃণমূল-BJP সংঘর্ষ, জখম 5

আজ দুপুরে তুফানগঞ্জ পৌরসভার কমিউনিটি হলে BJP সাংসদ জন বার্লার কর্মীসভা ছিল । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুফানগঞ্জ শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিল ছিল । তৃণমূলের মিছিল কমিউনিটি হলের সামনে আসতেই দু'পক্ষের কর্মী-সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন । এরপর তাঁদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় ।

clash
Trinamool BJP clash

By

Published : Sep 8, 2020, 5:45 PM IST

Updated : Sep 8, 2020, 7:55 PM IST

কোচবিহার, 8 সেপ্টেম্বর : কোচবিহারের তুফানগঞ্জে তৃণমূল-BJP সংঘর্ষে আহত হল পাঁচজন । পাঁচ সাংবাদিককেও হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ । ভাঙচুর করা হয় তৃণমূলের কার্যালয় । এই ঘটনায় তৃণমূল ও BJP একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে ।

আজ দুপুরে তুফানগঞ্জ পৌরসভার কমিউনিটি হলে BJP সাংসদ জন বার্লার কর্মীসভা ছিল । পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগে তুফানগঞ্জ শহরে তৃণমূলের প্রতিবাদ মিছিল ছিল । তৃণমূলের মিছিল কমিউনিটি হলের সামনে আসতেই দু'পক্ষের কর্মী-সমর্থকরা বচসায় জড়িয়ে পড়েন । এরপর তাঁদের মধ্যে ধস্তাধস্তি বেঁধে যায় । পরে তৃণমূলের অফিসে ভাঙচুর চালানো হয় । খবর পেয়ে তুফানগঞ্জ থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।

তুফানগঞ্জে তৃণমূল-BJP সংঘর্ষে জখম 5

যুব মোর্চার তুফানগঞ্জ শহর মণ্ডলের সভাপতি প্রসেনজিৎ বসাক বলেন, “আজ আমাদের কর্মীসভা ছিল । সেই সময় তৃণমূল কর্মীরা মিছিল করে এসে আমাদের উপর হামলা চালায়।”

তৃণমূলের কোচবিহার জেলা মুখপাত্র শিবপদ পাল বলেন, "BJP কর্মীরাই তৃণমূলের উপর হামলা চালিয়েছে । পার্টি অফিস ভাঙচুর করেছে ।" ঘটনাটি খতিয়ে দেখছে তুফানগঞ্জ থানার পুলিশ।

Last Updated : Sep 8, 2020, 7:55 PM IST

ABOUT THE AUTHOR

...view details