কোচবিহার , 9 সেপ্টেম্বর : তৃণমূল -BJP সংঘর্ষে উত্তপ্ত কোচবিহার জেলা ৷ জেলা জুড়ে তৃণমূল-BJP সংঘর্ষে জখম 6 তৃণমূল কর্মী-সমর্থক । কোচবিহারের শীতলকুচিতে তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে BJP-র বিরুদ্ধে ৷ এদিকে কোচবিহার-1 ব্লকের হাওয়ারগাড়ি গ্রামেও তৃণমূলকর্মীকে মারধরের অভিযোগ উঠেছে BJP সমর্থকদের বিরুদ্ধে ৷ তুফানগঞ্জে BJP-র সঙ্গে সংঘর্ষে 3 তৃণমূলকর্মী জখম হয়েছে ৷ এদিকে তুফানগঞ্জে BJP নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে ।
তৃণমূলের অভিযোগ, গত বৃহস্পতিবার কোচবিহারের বলরামপুরে তৃণমূলকর্মী খয়বর শেখের বাড়িতে চড়াও হয় BJP কর্মীরা৷ BJP কর্মীরা খয়বর শেখকে জয়শ্রীরাম বলতে বলে ৷ খয়বর শেখ বলতে না চাওয়ায় তাকে মারধর করা হয় । এর পর রবিবার আবার তাকে মারধর করে BJP কর্মীরা ৷ রবিবার রাতে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করা হয় খয়বর শেখকে ৷
এদিকে রবিবার দলীয় কর্মসূচি সেরে ফেরার পথে শীতলকুচিতে সরকারের হাটে তৃণমূলকর্মী নলিনী মোহন রায়কে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে BJP কর্মীদের বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় নলিনীবাবু বর্তমানে কোচবিহার সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি । পাশাপাশি হাওয়ারগাড়ি গ্রামেও এক তৃণমূল কর্মীকে BJP কর্মীরা বেধড়ক মারধর করেছে বলে অভিযাগ ৷ তুফানগঞ্জে তৃণমূল-BJP সংঘর্ষে 3 তৃণমূল কর্মী জখম হয়েছে ৷ তারা তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন ।
তৃণমূল কংগ্রেসের কোচবিহার জেলার কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, "লোকসভা নির্বাচনে কোচবিহার কেন্দ্রে জেতার পর থেকেই BJP সন্ত্রাস শুরু করেছে । কোচবিহার জেলার বিভিন্ন এলাকায় BJP-র হামলায় অন্তত 6 জন তৃণমূলকর্মী জখম হয়েছে । তারা হাসপাতালে ভরতি ৷ "
এদিকে, তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে কোচবিহার জেলা BJP ৷ BJP-র কোচবিহার জেলা সহ-সভাপতি ব্রজগোবিন্দ বর্মণ বলেন , "তৃণমূলের অভিযোগ ভিত্তিহীন । গোষ্ঠী সংঘর্ষেই তৃণমূলকর্মীরা জখম হয়েছে ৷ ভোটে হারার পর তৃণমূল জেলাজুড়ে সন্ত্রাসের পরিবেশ তৈরি করতে চাইছে ৷ তুফানগঞ্জে আমাদের এক নেতার বাড়িতে বোমাবাজি করেছে তৃণমূল । আমরা রাজনৈতিক ভাবেই এর মোকাবিলা করব ৷ "