পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

TMCP এবং ABVP সংঘর্ষে উত্তপ্ত মেখলিগঞ্জ কলেজ, আহত 6

সদস্যপদ গ্রহণকে কেন্দ্র করে উত্তপ্ত মেখলিগঞ্জ কলেজ । আহত TMCP ও ABVP-র ছ'জন ।

ঘটনাস্থানের ছবি

By

Published : Aug 1, 2019, 11:48 PM IST

কোচবিহার, 1 অগাস্ট : কোচবিহারের মেখলিগঞ্জ কলেজে TMCP এবং ABVP-র মধ্যে সংঘর্ষ । আহত সাত ৷ আজ বেলা 12 টা নাগাদ কলেজের ভিতরে দুই ছাত্র সংগঠনের মধ্যে সংঘর্ষ বাধে ৷ কলেজে নতুন সদস্যপদ গ্রহণকে কেন্দ্র করে এই সংঘর্ষ বলে জানা গেছে ৷

ABVP-র ছাত্র সংগঠনের পক্ষ থেকে আজ কলেজে সদস্যপদ গ্রহণের জন্য নতুন ছাত্র-ছাত্রীদের কাছ থেকে আবেদন পিছু পাঁচ টাকা করে নেওয়া চলছিল ৷ TMCP ছাত্র সংগঠনের সদস্যরা প্রতিবাদ জানায় ৷ সদস্যপদ সংগ্রহে বাধা দেয় তারা ৷ TMCP-র অভিযোগ, "সদস্যপদের নাম করে অতিরিক্ত টাকা নিচ্ছে ABVP ৷ ওরা ছাত্র ভরতির নাম করেও টাকা তুলছে ।" তৃণমূলের দাবি, এই বিষয়টি বললেই ABVP-TMCP সংঘর্ষ বাধে ৷ আহত হয় TMCP-র ছ'জন ও ABVP-র একজন । তৃণমূলের তরফ থেকে মেখলিগঞ্জ থানায় অভিযোগ জানানো হয় । ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।

এবিষয়ে TMCP নেতা শাহিন আলি সরকার বলে, "আমাদের পাচঁ জন সদস্য আহত হয়েছে ৷ ABVP নবাগত ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টাকা তুলছিল । আমরা এর প্রতিবাদ করায় আমাদের ছেলেদের মারধর করা হয় । " যদিও অভিযোগ অস্বীকার করে পালটা ABVP-র মেখলিগঞ্জ ব্লকের নেতা ইরফান প্রামাণিক বলে, "আমরা সদস্যপদ গ্রহণের জন্য ছাত্র -ছাত্রীদের কাছে গেছিলাম । তারা নিজেদের ইচ্ছায় সদস্যপদ গ্রহণ করেছে । সেই সময় TMCP-র সদস্যরা এসে হামলা চালায় ৷ আমাদের একজন আহত হয়েছে । "

ABOUT THE AUTHOR

...view details