পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রেললাইনের ধার থেকে উদ্ধার তৃণমূল কর্মীর মৃতদেহ - rescued

ভোট শেষ হতে না হতেই কোচবিহারে মাথাভাঙ্গা থেকে উদ্ধার হল তৃণমূল কংগ্রেস কর্মীর দেহ। আজ সকালে রেল লাইনের ধার থেকে বিশ্বজিৎ তালুকদার ঐ ব্যক্তির দেহ উদ্ধার হয়।

তৃণমূল কর্মীর মৃতদেহ

By

Published : Apr 13, 2019, 10:27 PM IST

কোচবিহার, 13 এপ্রিল : রেললাইনের ধার থেকে উদ্ধার হল তৃণমূল কংগ্রেস কর্মীর ক্ষতবিক্ষত দেহ। ঘটনাটি কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের হাজরাহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের গোসাইহাট এলাকার। মৃতের নাম বিশ্বজিৎ তালুকদার (45)। খবর পেয়ে ঘটনাস্থানে মাথাভাঙা থানার পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাত 9টা নাগাদ সদিকুল মিঞা, মন্টু সরকার ও ভূষণ দামসহ আরও দু'জন বিশ্বজিৎকে ডেকে নিয়ে গিয়ে মদের আসরে বসায়। তারপর থেকেই বিশ্বজিতের আর কোনও খোঁজ পাওয়া যায়নি। তারপর আজ সকালে রেললাইনের ধার থেকে উদ্ধার হয় মৃতদেহ।

পুলিশ জানায়, বিশ্বজিৎ তালুকদারের শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল। তাঁর হাত ভাঙা ছিল। তবে বিশ্বজিৎকে খুন করা হয়েছে কি না তার তদন্ত শুরু করেছে মাথাভাঙা থানার পুলিশ।

মাথাভাঙা ব্লকের তৃণমূল কংগ্রেস ব্লক সভাপতি মজরুল হোসেন বলেন, "ঠিক কী কারণে এরকম হল তা তদন্ত করে জানতে হবে। ঘটনাটিকে খুন বলে মানতে আমি নারাজ। তদন্ত হলেই মূল কারণ বেরিয়ে আসবে।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details