কোচবিহার , 26 সেপ্টেম্বর : কোচবিহারে মাথাভাঙ্গা-2 ব্লকের উনিশবিশা ও রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েত ফের দখল করল তৃণমূল কংগ্রেস । লোকসভা ভোটের পর এই দুটি পঞ্চায়েত তৃণমূলের কাছ থেকে দখল করেছিল BJP । সেই সময় তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েতের কয়েকজন সদস্য BJP-তে যোগ দিয়েছিলেন ।
কিন্তু ভোটের পর যাঁরা BJP-তে যোগ দিয়েছিলেন, তাঁরা এদিন এলাকায় মিছিল করে তৃণমূলে যোগ দেন ৷ এই মিছিল নিয়ে আজ সকাল থেকে এলাকায় উত্তেজনা ছিল । প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল দুই এলাকায় ।
গত লোকসভা নির্বাচনে কোচবিহার আসনে জেতে BJP । তারপরেই জেলায় একাধিক গ্রাম পঞ্চায়েতের দখল নেয় BJP । যার মধ্যে অন্যতম উনিশবিশা ও রুইডাঙা ।
তৃণমূলের জেলা সভাপতি বিনয় কৃষ্ণ বর্মণ বলেন, " রাজ্যজুড়ে BJP অগণতান্ত্রিক পদ্ধতিতে এলাকা দখল, দাঙ্গা ও খুনের রাজনীতি করছে । পঞ্চায়েতের সদস্যদের ভয় দেখিয়ে তারা নিজেদের দলে নিয়েছিল । শীঘ্রই আরও কয়েকটি পঞ্চায়েত আমাদের দখলে আসবে ।"
উনিশবিশা পঞ্চায়েতের মোট আসন 20টি । গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল 15টি ও BJP 5টি আসন পায় । মনোজা বিবিকে প্রধান করে গ্রাম পঞ্চায়েত দখল করে তৃণমূল । কিন্তু লোকসভা নির্বাচনের ফলাফলের পর তৃণমূলের 13 জন সদস্য BJP-তে যোগদান করে ।
রুইডাঙা গ্রাম পঞ্চায়েতে মোট আসন 19 । গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস 18টি এবং BJP 1 টি আসন BJP পায় । হরিমোহন বর্মণকে প্রধান ও বিমল দেব সিংহকে উপপ্রধান করে বোর্ড গঠন করে তৃণমূল । কিন্তু লোকসভা ভোটের পর উপপ্রধান সহ 11 জন পঞ্চায়েত সদস্য BJP-তে যোগদান করেছিলেন । এদিন ফের তাঁরা তৃণমূল কংগ্রেসে যোগদান করে ৷
BJP-র মাথাভাঙা বিধানসভা কেন্দ্রের পর্যবেক্ষক সুশীল বর্মণ বলেন, " পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে আমাদের দলে আসা পঞ্চায়েত সদস্যদের ভয় দেখিয়ে দলে ফিরিয়েছে তৃণমূল । আমরা এর প্রতিবাদে আন্দোলনে নামব ।"