কোচবিহার, 27 জুন : একাধিক দুর্নীতি সহ কাটমানি নেওয়ার অভিযোগে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর । অভিযোগ BJP-র বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করেছে BJP ।
কাটমানি ফেরতের দাবিতে তৃণমূল পঞ্চায়েত প্রধানের বাড়িতে ভাঙচুর - panchayet pradhan
কাটমানি ফেরতের দাবিতে কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশচন্দ্র বর্মণের বাড়িতে গতকাল ভাঙচুর চালানো হয় । অভিযোগ BJP-র বিরুদ্ধে । তবে অভিযোগ অস্বীকার করেছে BJP ।
কোচবিহারের মাথাভাঙা 1 নম্বর ব্লকের নয়ারহাট গ্রাম পঞ্চায়েত প্রধান মহেশচন্দ্র বর্মণের বাড়িতে ভাঙচুর চালানো হয় । মহেশবাবুর বলেন, "আমি বাড়িতে ছিলাম না । বাড়ির লোকেরা ফোন করে জানায় BJP-র কর্মীরা এসে বাড়ি ভাঙচুর করছে ৷ " পুলিশের কাছে তিনি মৌখিকভাবে অভিযোগ জানিয়েছেন ।
অন্যদিকে, এলাকার BJP নেতা সুধীর বর্মণের বক্তব্য, নয়ারহাট অঞ্চলের প্রধান মহেশচন্দ্র বর্মণ অনেককে কাজের প্রতিশ্রুতি দিয়ে টাকা তুলেছেন ৷ তাঁরাই মহেশবাবুর বাড়িতে টাকা ফেরত নিয়ে গেছিলেন । কিন্তু প্রথমে মহেশবাবুর বাড়িতে তৃণমূলের কর্মী-সমর্থকরা তাঁদের মারধর করে । এরপর দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয় ৷ ঘটনায় জখম হয়েছেন কার্তিক মণ্ডল ও টিঙ্কু মণ্ডল সহ কয়েকজন ৷ তাঁদের হাসপাতালে ভরতি করা হয়েছে । তবে এই ঘটনায় BJP-র কোনও যোগ নেই । যাঁদের সঙ্গে মহেশবাবু প্রতারণা করেছেন তাঁরাই টাকা তুলতে গেছিলেন গতকাল ।