পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মাথাভাঙায় তৃণমূলের উপপ্রধানের মাকে লক্ষ করে বোমা - মাথাভাঙায়

বোমা বিস্ফোরণে কুর্শামারি গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান টুম্পা বর্মণের মা সাধানা দেবী গুরুতর ভাবে জখম হয়েছেন । টুম্পা বর্মণ জানিয়েছেন, সকাল 11 টা নাগাদ বাড়ির ভিতরে টিউবওয়েলের জল তুলছিলেন তাঁর মা । সেই সময় মোটরবাইকে করে দুইজন দুষ্কৃতী এসে বোমা ছোঁড়ে ।

মাথাভাঙায় তৃণমূলের উপপ্রধানের মাকে লক্ষ করে বোমা দুষ্কৃতীর
মাথাভাঙায় তৃণমূলের উপপ্রধানের মাকে লক্ষ করে বোমা দুষ্কৃতীর

By

Published : May 30, 2021, 8:17 AM IST

কোচবিহার, 30 মে :তৃণমূল উপপ্রধানের মাকে লক্ষ্য করে বোমা ছোড়ার অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে ৷ ঘটনার পর তাঁকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় । অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় । শনিবার সকাল 11 টা নাগাদ মাথাভাঙা থানার অন্তর্গত কুর্শামারি গ্রামপঞ্চায়েত এলাকায় এই ঘটনা ঘটেছে ।

তৃণমূলের উপপ্রধান টুম্পা বর্মণ জানিয়েছেন, সকাল 11 টা নাগাদ বাড়ির ভিতরে টিউবওয়েলের জল তুলছিলেন তাঁর মা । সেই সময় মোটরবাইকে করে দুইজন দুষ্কৃতী এসে বোমা ছোঁড়ে । এতে টুম্পা বর্মণের মা গুরুতর আহত হন । রক্তাক্ত অবস্থায় স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙা থানার পুলিশ । বিকেলে মাথাভাঙা থানায় 9 জনের নামে লিখিত অভিযোগ দায়ের করেন উপপ্রধান টুম্পা বর্মন ।

আরও পড়ুন :রাজার শহরের নিকাশি ব্যবস্থা ঢেলে সাজাচ্ছে কোচবিহার পৌরসভা

টুম্পা বর্মণের অভিযোগ, শুক্রবারও তাঁদের বাড়ির সামনে বোমা পড়েছিল । কেউ রেখেছিল । পুলিশ তা উদ্ধার করে নিয়ে যায় । এদিন সরাসরি তাঁর মায়ের উপর বোমা ছোঁড়া হয় ৷ লিখিত অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে পুলিশ । এই বিষয়ে মাথাভাঙা মহকুমা পুলিশ আধিকারিক সুরজিত মণ্ডল জানান "অভিযোগ পাওয়া গেছে । সম্পূর্ণ ঘটনার তদন্ত চলছে ।"

ABOUT THE AUTHOR

...view details