কোচবিহার, 6 মে : দিনহাটা বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী উদয়ন গুহ গ্রামে এগিয়ে থাকলেও শহরে বিশাল সংখ্যক ব্যবধান তৃণমূল প্রার্থীকে পিছিয়ে দিয়েছেল । শহরের 36 টি বুথের মধ্যে 35 টি বুথে হেরে যান উদয়ন । আর এর ফলে একুশের নির্বাচনে পরাজিত হন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ । বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে 7766 ভোটে হেরে যান তিনি । পুরসভার 16 টি ওয়ার্ডের মধ্যে একমাত্র 16 নম্বর ওয়ার্ড বাদে বাকি সবকটা ওয়ার্ডে পিছিয়ে ছিলেন উদয়ন বাবু । বিষয়টি নিয়ে তৃণমূল প্রার্থী উদয়ন গুহ বলেন , "তৃণমূল আমলে শহরে প্রচুর উন্নয়ন হয়েছে । মানুষের আপদে-বিপদে দাঁড়িয়েছি । তবুও কেন শহরের একটা বড় অংশের মানুষ আমাকে ভোট দেয়নি জানিনা ।"
জানা গিয়েছে, বিধানসভা এবং লোকসভা নির্বাচন গুলিতে দিনহাটা শহরে শাসকদলের ভোট বরাবরই কম হয় । এবারেও দিনহাটা শহরে তৃণমূলের ফল খারাপ হবে এমন একটা ধারণা ছিল তৃণমূল নেতৃত্বের মধ্যে । তবুও গত কয়েক বছরে শহরে যেভাবে উন্নয়ন হয়েছে তাতে তৃণমূল নেতৃত্বের ধারণা ছিল যে এবার হয়তো শহরে ভোটের ব্যবধানে অনেকটাই কম হবে । যার ফলে তৃণমূল প্রার্থীর জয় সহজ হবে । কিন্তু বিধানসভার ফল গণনার সময় দেখা যায় গ্রামে এগিয়ে থাকলেও শহরে এসে একদম ভরাডুবি অবস্থা শাসকদলের এই প্রার্থীর ।