পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূল-BJP সংঘর্ষে উত্তপ্ত তুফানগঞ্জ - পুলিশকর্মী

তুফানগঞ্জে তৃণমূল কংগ্রেস ও BJP সংঘর্ষ ৷

সংঘর্ষ

By

Published : Sep 27, 2019, 11:51 PM IST

Updated : Sep 28, 2019, 8:44 AM IST

কোচবিহার, 27 সেপ্টেম্বর : তৃণমূল-BJP সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল তুফানগঞ্জ ব্লকের রামপুর গ্রাম । আজ বিকেলে রামপুর-২ গ্রাম পঞ্চায়েত দখলকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে । ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয় । এছাড়া দু'জন পুলিশকর্মীও জখম হন । এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা থামাতে পুলিশ লাঠিচার্জ করে । গোটা ঘটনায় তৃণমূল ও BJP একে অপরের দিকে অভিযোগের আঙুল তুলেছে ।

তুফানগঞ্জ-২ ব্লকের রামপুর-২ গ্রাম পঞ্চায়েত BJP-র দখলে । এই গ্রাম পঞ্চায়েত তৃণমূল দখলের চেষ্টা করলে বিরোধ শুরু হয় । আজ বিকেলে তৃণমূল কর্মী সমর্থকরা গ্রাম পঞ্চায়েত দখল করতে গেলে BJP কর্মী সমর্থকদের সঙ্গে গন্ডগোল বাধে । একে অপরকে লক্ষ্য করে ঢিল, বোমা ছুড়তে থাকে । খবর পেয়ে বক্সিরহাট থানার পুলিশ ঘটনাস্থানে যায় ৷ এরপরই পুলিশকে লক্ষ্য করে ঢিল ও বোমা ছোড়া হয় বলে অভিযোগ । পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ লাঠিচার্জ করে । কাঁদানে গ্যাস ছোড়ে ৷ এবং শূন্যে গুলিও চালানো হয় বলে অভিযোগ । এই ঘটনায় উভয়পক্ষের ৫ জন আহত হয় । এছাড়া দু'জন পুলিশকর্মী জখম হয়েছেন । আহতদের রামুপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভরতি করা হয়েছে ।

দেখুন ভিডিয়ো

কোচবিহার জেলা পরিষদের তৃণমূল পূর্ত কর্মাধ্যক্ষ আবদুল জলিল আহমেদ বলেন, BJP তৃণমূলের উপর হামলা চালায় । পুলিশের উপর হামলা করেছে । যদিও অভিযোগ অস্বীকার করে BJP নেতা সঞ্জয় সরকার বলেন, তৃণমূল BJP-র উপর হামলা চালিয়েছে । ঘটনার তদন্ত শুরু করেছে বক্সিরহাট থানার পুলিশ ।

Last Updated : Sep 28, 2019, 8:44 AM IST

ABOUT THE AUTHOR

...view details