পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP কর্মীকে ছুরির কোপ, অভিযুক্ত তৃণমূল

সভা চলাকালীন BJP কর্মীকে খুনের হুমকির অভিযোগ । রাতেই দুষ্কৃতীদের হাতে ছুরিকাহত BJP কর্মী ।

জখম সফিয়ার মহম্মদ

By

Published : Jun 19, 2019, 6:08 PM IST

মেখলিগঞ্জ, 19 জুন : BJP কর্মীকে ছুরি দিয়ে আঘাত করার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে । জখম ব্যক্তির নাম সফিয়ার মহম্মদ । বয়স 45 । মেখলিগঞ্জের হলদিবাড়ি ব্লকের ঘটনা ।

এলাকার উন্নয়ন নিয়ে দীর্ঘদিন হলদিবাড়ির হেমকুমারি গ্রাম পঞ্চায়েতের তৃণমূল ও BJP কর্মীদের মধ্যে বিবাদ চলছিল । তার সমাধানের জন্য মঙ্গলবার বিকেলে হেমকুমারি গ্রাম পঞ্চায়েতে একটি আলোচনা সভার ব্যবস্থা করা হয় । সভায় আলোচনা চলাকালীন বচসায় জড়িয়ে পড়ে BJP ও তৃণমূল কর্মীরা । সভায় BJP কর্মীদের খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ । তখনকার মতো পরিস্থিতি স্বাভাবিক হলেও রাতে ফের এলাকায় উত্তেজনা ছড়ায় । অভিযোগ ওইদিন রাতে যখন হেমকুমারির সিঞ্জারহাট বাজারে BJP কর্মী সফিয়ার কাজের জন্য গিয়েছিলেন তখন সেখানে বাইক নিয়ে কয়েকজন দুষ্কৃতী আসে । সফিয়ারের পেটে ছুরি মেরে বাইক নিয়ে পালিয়ে যায় । গুরুতর অবস্থায় সফিয়ারকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভরতি করা হয়েছে । বর্তমানে সেখানে তিনি চিকিৎসাধীন ।

BJP-র হলদিবাড়ি ব্লকের দক্ষিণ মণ্ডল কমিটির সভাপতি প্রভাতচন্দ্র রায় বলেন, "মঙ্গলবার বিকেলে হেমকুমারী গ্রাম পঞ্চায়েতে গ্রাম সংসদ সভার অনুষ্ঠিত হয় । সেখানে BJP কর্মীদের খুনের হুমকি দেওয়া হয় । এরপর রাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা সফিয়ার মহম্মদের উপর চড়াও হয় । "

অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল । মেখলিগঞ্জের তৃণমূল বিধায়ক অর্ঘ্য রায় প্রধান বলেন, "এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগাযোগ নেই । কোনও পারিবারিক বিবাদের জেরে সফিয়ার আক্রান্ত হয়েছে ।"

ABOUT THE AUTHOR

...view details