কোচবিহার, 20 মার্চ: "কর্মীরা নয়, জেলায় দলীয় গোষ্ঠীকোন্দলের জন্য মঞ্চে বসা নেতারাই দায়ী ।" রবিবার কোচবিহারে এমনই বিস্ফোরক মন্তব্য করলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া (Jagadish Chandra Barma Basunia)। এদিন শহরের রবীন্দ্রভবনে কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের দশম জেলা সম্মেলন আয়োজিত হয় । সেই মঞ্চে ভাষণ দিতে গিয়ে এই কথা বলেন সিতাইয়ের তৃণমূল বিধায়ক । মঞ্চে তখন উপস্থিত ছিল উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা দিনহাটার বিধায়ক উদয়ন গুহ ৷ আরেক দলীয় বিধায়কের এহেন বক্তব্যে অস্বস্তিতে পড়ে যান তৃণমূলের জেলা নেতারা (Cooch Behar District TMC)। ঘটনার কথা জানাজানি হতেই বিষয়টি নিয়ে তৃণমূলের অন্দরে শোরগোল পড়ে গিয়েছে ।
সম্মেলন মঞ্চে ভাষণ দিতে গিয়ে বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া বলেন, "এখানে যাঁরা বসে আছেন তাঁরা আগে নিজেরা ঠিক হন । এখানে বসে থাকা লোকেরাই এলাকায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করেন নিজেদের আখের গোছানোর জন্য ।" নেতাদের দেখিয়েন তিনি বলেন, "এঁরা যদি ঠিক না হয় তাহলে ওরা (দর্শকাসনে বসে থাকা কর্মীরা) কেউ ঠিক হবে না । যাঁরা সামনে বসে আছেন তাঁদের কোনও দোষ নেই, মঞ্চে যাঁরা বসে আছেন তাঁদের ঠিক হতে হবে আগে ।"