ধুবড়ি, 13 মে : কোচবিহার জেলায় ভোট-পরবর্তী সন্ত্রাসের শিকার হয়ে অসমে আশ্রয় নেওয়া বাংলার বাসিন্দাদের সঙ্গে আজ দেখা করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় । শুক্রবার সকালে কোচবিহার সার্কিট হাউজ থেকে বেরিয়ে অসমের ধুবড়ি জেলার রংপাগলি স্কুলে পৌঁছন তিনি । তার সঙ্গে উপস্থিত ছিলেন কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক, আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বারলা ও তুফানগঞ্জের বিধায়ক মালতি রাভা রায় সহ ধুবড়ি জেলার আধিকারিকরা ।
রাজ্যপালকে সামনে পেয়ে কান্নায় ভেঙে পড়েন ঘরছাড়া পরিবারগুলো । বিধানসভার ভোট গণনার পর হিংসার ফলে কোচবিহারের তুফানগঞ্জ বিধানসভা সহ বেশ কিছু বিধানসভা এলাকায় হিংসার ফলে বহু মানুষ বাড়িছাড়া হয়ে অসমে আশ্রয় নিয়েছেন । যার মধ্যে ধুবড়ি জেলার রংপাগলি প্রাথমিক স্কুলে রয়েছে প্রায় কয়েকশো পরিবার । এদের মধ্যে বেশিরভাগই তুফানগঞ্জ বিধানসভা এলাকার বাসিন্দা ।