পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

প্রাইভেট টিউটর নয়, পাঠ্যবইকেই এগিয়ে রাখছে উচ্চমাধ্যমিকের দ্বিতীয়রা - swarnadip

সাফল্যের কৃতিত্ব প্রাইভেট টিউটরকে দিয়ে থাকে কৃতীরা । তা দেখেই অভ্যস্ত সবাই । এই দুই কৃতী শোনালেন অন্য কথা । জানালেন, সাফল্যের জন্য পাঠ্যবই পড়তে হবে ।

স্বর্ণদীপ ও অনাতপ

By

Published : May 27, 2019, 5:53 PM IST

Updated : May 27, 2019, 9:09 PM IST

শিলিগুড়ি ও কোচবিহার, 27 মে : সাফল্যের রহস্য কী ? জানাল উচ্চমাধ্যমিকের দুই কৃতী কোচবিহারের স্বর্ণদীপ সাহা ও অনাতপ মিত্র । তারা জানাল, সাফল্যের জন্য দরকার পাঠ্যবই পড়া । পাঠ্যবই ঠিকমতো পড়লেই ভালো ফলাফল করা যাবে । উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছে স্বর্ণদীপ ও অনাতপ । তাদের প্রাপ্ত নম্বর 496 । আজ উচ্চমাধ্যমিকের ফল প্রকাশ করেছে পশ্চিমবঙ্গ উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মহুয়া দাস । এবার মেধাতালিকায় 137 জনের নাম রয়েছে ।

উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়ে কেমন লাগছে জিজ্ঞাসা করা হলে স্বর্ণদীপ জানায়, এত নম্বর সে আশা করেনি । তবে, অনাতপ জানায়, 494 পাবে ভেবেছিল । সেখানে 496 পেয়েছে । তাই প্রথম না হওয়ায় কোনও আক্ষেপ নেই তার ।

ভিডিয়োয় শুনুন বক্তব্য

স্বর্ণদীপ বলে, "খুবই ভালো লাগছে । এত নম্বর আশা করিনি । মাধ্যমিক কোনও ব়্যাঙ্ক করতে পারিনি । সেই আক্ষেপটা ছিল । উচ্চমাধ্যমিকের এই ফলাফলের পর সেই আক্ষেপটা ঘুচে গেছে । "

পাশাপাশি ভবিষ্যত পরীক্ষার্থীদের প্রতি তার বার্তা, "ফাঁকি না দিয়ে ভালো করে পড়াশোনা করতে হবে । বইয়ের প্রতিটি লাইন খুঁটিয়ে পড়লেই ভালো ফল করা যায় । আর এখন তো MCQ-এর প্রাধান্য । আর বিজ্ঞান মুখস্থ দিয়ে হয় না । বিজ্ঞানকে না বুঝলে তাতে সাফল্য পাওয়া যায় না ।"

জেনকিনস স্কুলের অনাতপ বলে, "পাঠ্যবই পড়লেই হয়ে যায় । তাই কোনও চাপ নিইনি । শুধু পাঠ্য বই পড়েছি । পড়াশোনা ছাড়া ছবি আঁকতে ও সিনেমা দেখতে ভালোবাসে । মাধ্যমিকে সপ্তম হয়েছিলাম । আর উচ্চমাধ্যমিকে দ্বিতীয় হয়েছি । তাই ভালোই লাগছে ।"

Last Updated : May 27, 2019, 9:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details