কোচবিহার, 21 ফেব্রুয়ারি : বিধানসভা নির্বাচনের হাতে গোনা কয়েকদিন বাকি ৷ তার আগে কোচবিহারের বলরামপুর এলাকার নাগরিকদের জন্য আজ দুপুরে বলরামপুর স্বাস্থ্যকেন্দ্রের নতুন ভবনের উদ্বোধন করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ৷
বলরামপুর 1 ও 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রায় 50 হাজার বাসিন্দার বসবাস ৷ তাঁদের এতদিন প্রাথমিক চিকিৎসার জন্য 13 কিলোমিটার দুরে দেওয়ানহাটা ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে যেতে হত ৷ গুরুতর সমস্যা হলে তাদের 25 কিলোমিটার দূরে কোচবিহার মেডিকেল কলেজ ও হাসপাতালে যেতে হত ৷ ফলে অর্থের পাশাপাশি রোগীদের হয়রানিও পোয়াতে হত ৷ বিশেষ করে বিভিন্ন ইমারজেন্সি পরিস্থিতিতে রোগীকে ও রোগীর পরিবারকে সমস্যায় পড়তে হত ৷ সমস্যা বাড়ছিল প্রসূতিদের ক্ষেত্রেও ৷ তাই দীর্ঘদিন ধরে বলরামপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পুনর্নিমাণের দাবি উঠছিল , যাতে এখানকার মানুষ বিভিন্ন পরিস্থিতিতে স্বাস্থ্য পরিষেবা পায় ৷ তুফানগঞ্জ 1 নম্বর ব্লকে বলরামপুর স্বাস্থ্য কেন্দ্রে নতুন এই ভবনের উদ্বোধন হয় । খরচ হয় 65 লাখ টাকা ৷