কোচবিহার , 15 মে : সামাজিক দূরত্ব না মেনেই জমায়েত করে ত্রাণ বিলি করছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও তাঁর ছেলে তথা কোচবিহার জেলা পরিষদের সদস্য পঙ্কজ ঘোষ । শুক্রবার নাটাবাড়ি বিধানসভা এলাকার চিলাখানায় এই ত্রাণ বিলিকে ঘিরে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ তোলে BJP । যদিও অভিযোগ অস্বীকার করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী ।
সামাজিক দূরত্ব না মেনে ত্রাণ বিলির অভিযোগ উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রীর বিরুদ্ধে - রবীন্দ্রনাথ ঘোষ
আজ নাটাবাড়ি বিধানসভা এলাকার চিলাখানায় প্রায় এক হাজারের বেশি মৎস্যজীবি , তাঁতি , সাধারণ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী তুলে দেন তিনি । এই ত্রাণ বিলিকে কেন্দ্র করে স্বভাবতই প্রচুর মানুষের জমায়েত হয় । সেক্ষেত্রে সামাজিক দূরত্ব না মেনেই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছিল ৷ BJP-র তরফে এমনটাই অভিযোগ তোলা হয়েছে ।
লকডাউন শুরু হতেই বিভিন্ন এলাকার বাসিন্দাদের মধ্যে ত্রাণ বিলি শুরু করেছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ । বিগত দিনগুলির মতো আজ নাটাবাড়ি বিধানসভা এলাকার চিলাখানায় দুস্থদের হাতে তিনি খাদ্যসামগ্রী তুলে দেন ৷ প্রায় এক হাজারের বেশি মৎস্যজীবী , তাঁতি , সাধারণ মানুষের মধ্যে খাদ্যসামগ্রী বিলি করেন । এই ত্রাণ বিলিকে কেন্দ্র করে স্বভাবতই প্রচুর মানুষের জমায়েত হয় । সেক্ষেত্রে সামাজিক দূরত্ব না মেনেই ত্রাণ সামগ্রী বিতরণের কাজ চলছিল ৷ BJP-র তরফে এমনটাই অভিযোগ তোলা হয়েছে ।
BJP-র কোচবিহার জেলা সম্পাদক সঞ্জয় চক্রবর্তী বলেন , ‘‘উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও তাঁর ছেলে পঙ্কজ ঘোষ ভিড় করে ত্রাণ বিলি করেছেন । একজন দায়িত্বশীল মন্ত্রী হয়ে কীভাবে তিনি এই কাজ করেন , তা নিয়ে প্রশ্ন থেকে যায় ।’’ যদিও অভিযোগ অস্বীকার করে পঙ্কজ ঘোষ বলেন , ‘‘সামাজিক দূরত্ব মেনেই সবাই ত্রাণ নিয়েছে । ’’