কোচবিহার, 18 সেপ্টেম্বর : তুফানগঞ্জের নাটাবাড়িতে BJP কর্মীর উপর ছুরি হামলা ৷ এরপর তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । অপরদিকে দিনহাটার ভেটাগুড়িতে BJP সমর্থকদের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় BJP সমর্থকদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।
লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । তুফানগঞ্জ থেকে মাথাভাঙ্গা, শীতলকুচি থেকে সিতাই কিংবা দিনহাটা সর্বত্রই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে । মঙ্গলবার রাতে নাটাবাড়িতে এক BJP কর্মীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় ওই BJP কর্মী বর্তমানে কোচবিহারের এক নার্সিংহোমে চিকিৎসাধীন । এই ঘটনা জানাজানি হতেই BJP কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে । এরপর মঙ্গলবার সকাল হতেই উত্তপ্ত হয়ে ওঠে নাটাবাড়ি । নাটাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি গ্রামে তৃণমূল কর্মী মজিদ-উল হকের বাড়ি-সহ পাঁচটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে BJP-এর বিরুদ্ধে ।