পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP কর্মীর উপর ছুরি হামলা, উত্তপ্ত কোচবিহারের নাটাবাড়ি - Politics

তুফানগঞ্জের নাটাবাড়িতে BJP কর্মীর উপর ছুরি হামলা

তুফানগঞ্জের নাটাবাড়িতে BJP কর্মীর উপর ছুরি হামলা

By

Published : Sep 18, 2019, 7:30 PM IST

Updated : Sep 18, 2019, 7:35 PM IST

কোচবিহার, 18 সেপ্টেম্বর : তুফানগঞ্জের নাটাবাড়িতে BJP কর্মীর উপর ছুরি হামলা ৷ এরপর তৃণমূল কর্মী সমর্থকদের বাড়িঘর ভাঙচুরের ঘটনা অভিযোগ ওঠে BJP-র বিরুদ্ধে । অপরদিকে দিনহাটার ভেটাগুড়িতে BJP সমর্থকদের বাড়িতে বোমাবাজি করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । এই ঘটনায় BJP সমর্থকদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে । যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল ।

লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা । তুফানগঞ্জ থেকে মাথাভাঙ্গা, শীতলকুচি থেকে সিতাই কিংবা দিনহাটা সর্বত্রই রাজনৈতিক সংঘর্ষের ঘটনা ঘটছে । মঙ্গলবার রাতে নাটাবাড়িতে এক BJP কর্মীকে ছুরি দিয়ে কোপানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । গুরুতর জখম অবস্থায় ওই BJP কর্মী বর্তমানে কোচবিহারের এক নার্সিংহোমে চিকিৎসাধীন । এই ঘটনা জানাজানি হতেই BJP কর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে । এরপর মঙ্গলবার সকাল হতেই উত্তপ্ত হয়ে ওঠে নাটাবাড়ি । নাটাবাড়ি-1 গ্রাম পঞ্চায়েতের দ্বারিকামারি গ্রামে তৃণমূল কর্মী মজিদ-উল হকের বাড়ি-সহ পাঁচটি বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে BJP-এর বিরুদ্ধে ।

লোকসভা নির্বাচনের ফল বেরোনোর পর থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে কোচবিহার জেলার বিভিন্ন এলাকা

নাটাবাড়ি বাজারেও বেশ কিছু দোকানপাটে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ । আক্রান্তরা সকলেই তৃণমূল কর্মী । তৃণমূলের কোচবিহার জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ আব্দুল জলিল আহমেদ বলেন, ''BJP আশ্রিত দুষ্কৃতীরা এই গন্ডগোল করেছে । যদিও BJP-র কোচবিহার জেলা সভানেত্রী মালতি রাভা বলেন, তৃণমূল কর্মীরা BJP কর্মীর পেটে ছুরি মেরেছে । গন্ডগোল করছে । তবে ভাঙচুরের ঘটনার সঙ্গে BJP-র কেউ জড়িত নন ।

এ দিকে ভেটাগুড়ির খারিজা বালাডাঙা গ্রামে BJP কর্মী সমর্থকদের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে । মঙ্গলবার রাতে বালাডাঙ্গা গ্রামে রাত 12টা থেকে 1টা পর্যন্ত বোমাবাজি করা হয় । ঘটনায় একাধিক BJP কর্মীর বাড়ি ক্ষতিগ্রস্ত হয় । খবর পেয়ে বুধবার সকালে দিনহাটা থানার পুলিশ গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে । দিনহাটা পুলিশের SDPO মানবেন্দ্র দাস বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে ।

Last Updated : Sep 18, 2019, 7:35 PM IST

ABOUT THE AUTHOR

...view details