পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

BJP সাংসদের ত্রাণ দেওয়ার গাড়ি আটকাল পুলিশ - BJP সাংসদের ত্রাণ দেওয়ার দুটি গাড়ি

কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিকের ত্রাণ দেওয়ার দুটি গাড়ি আটকে দিল পুলিশ। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। BJP সাংসদের অভিযোগ, রাজ্য সরকার মানুষকে ত্রাণ দিতে পারছে না।

bjp mps
দুটি গাড়ি

By

Published : May 2, 2020, 4:52 PM IST

কোচবিহার,2 মে : আলিপুরদুয়ারের BJP সাংসদ জন বার্লার পর এবার কোচবিহারের BJP সাংসদ নিশীথ প্রামাণিকের ত্রাণ দেওয়ার দুটি গাড়ি আটকে দিল পুলিশ। শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। BJP সাংসদের অভিযোগ, রাজ্য সরকার মানুষকে ত্রাণ দিতে পারছে না। তাঁরা যখন দিতে যাচ্ছেন, তখন তা আটকে দিচ্ছে। যদিও বিষয়টি নিয়ে পুলিশ কোনও মন্তব্য করতে চায়নি।


গত কয়েকদিন ধরেই BJP-র কোচবিহার লোকসভা কেন্দ্রের সাংসদ নিশীথ প্রামাণিকের উদ্যোগে কোচবিহার লোকসভা কেন্দ্রের অন্তর্গত বিভিন্ন এলাকায় ত্রাণ দেওয়ার কাজ চলছিল। সাতটি গাড়িতে করে ওই ত্রাণ দেওয়া হচ্ছিল। এদিন দুপুরে একটি গাড়ি ত্রাণ নিয়ে যখন দিনহাটার বুড়িরহাট, নাজিরহাটের দিকে যাচ্ছিল সেসময় ভেটাগুড়ি ঘাটপাড় এলাকায় দিনহাটা থানার পুলিশ গাড়িটি আটকে দেয়।

অপর একটি খাদ্যসামগ্রী বোঝাই গাড়ি BJP সাংসদের বাড়ির সামনে থেকেই আটকে দেয়। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। BJP সাংসদ নিশীথ প্রামাণিক বলেন, পুলিশ দুটি গাড়ি আটকে দিয়েছে। কেন আটকে দিয়েছে জানতে চাইলেও পুলিশ বলেছে, নির্দেশ আছে। কে নির্দেশ দিয়েছে এবিষয়ে পুলিশ কিছু জানাতে চায়নি বলে সাংসদ মন্তব্য করেন।

ABOUT THE AUTHOR

...view details