পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

হাসপাতাল থেকে ছাড়া পেলেই ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস - কোচবিহার

কোচবিহারের মাথাভাঙায় কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ ৷ অভিযুক্ত যুবক হাসপাতালে চিকিৎসাধীন ৷ তিনি ছাড়া পেলেই তাঁকে গ্রেফতারের আশ্বাস জেলা পুলিশ প্রশাসনের ৷

wb_crb_01_pc_for_rape_7205341
হাসপাতাল থেকে ছাড়া পেলেই ধর্ষণে অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাস

By

Published : Feb 25, 2021, 6:00 PM IST

কোচবিহার, 25 ফেব্রুয়ারি: অভিযুক্ত হাসপাতাল থেকে ছাড়া পেলেই তাঁকে গ্রেফতার করা হবে ৷ কোচবিহারের মাথাভাঙায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগের ঘটনায় আশ্বাস জেলা পুলিশ প্রশাসনের ৷ ইতিমধ্যেই তাঁকে পাকড়াও করার জন্য শিলিগুড়িতে পুলিশের একটি দল পাঠানো হয়েছে ৷ বুধবারই সাংবাদিক বৈঠক করে একথা জানিয়েছেন মাথাভাঙার দায়িত্বে থাকা কোচবিহারের অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি।

পুলিশ সূত্রে খবর, গত রবিবার রাতে কোচবিহারের মাথাভাঙায় একটি বিয়েবাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া হয় এক কিশোরীকে ৷ তাকে ধর্ষণের অভিযোগ ওঠে বছর পঁচিশের এক যুবকের বিরুদ্ধে ৷ বর্তমানে ওই তরুণী হাসপাতালে চিকিৎসাধীন।

আরও পড়ুন:ধর্ষণ করে খুন ? বর্ধমানে যুবতির রক্তাক্ত নগ্ন দেহ উদ্ধার

ঘটনায় অভিযুক্ত যুবকের নাম দেবব্রত প্রামাণিক ৷ তার বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন ওই যুবতির বাবা ৷ পুলিশ সূত্রে খবর, বর্তমানে দেবব্রতও শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। এদিকে, এই ঘটনা নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ বিজেপির অভিযোগ, ঘটনার জন্য তৃণমূলই দায়ী ৷ যদিও অভিযুক্ত দেবব্রতর রাজনৈতিক পরিচয় এখনও জানা যায়নি ৷

ABOUT THE AUTHOR

...view details