পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Cooch Behar Cow Smuggling : কোচবিহার সীমান্তে গরু পাচার রুখতে গিয়ে জখম পুলিশ

কোচবিহারের মেখলিগঞ্জে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের চেষ্টায় ছিল পাচারকারীরা ৷ তা রুখতে গিয়ে আক্রান্ত হন পুলিশকর্মীরা ৷ (Police injured in clash over cow smuggling in Cooch Behar)

Cow smuggling in Cooch Behar
কোচবিহার সীমান্তে গরু পাচার

By

Published : Jan 9, 2022, 7:04 AM IST

Updated : Jan 9, 2022, 7:59 AM IST

কোচবিহার, 9 জানুয়ারি : পাচার হওয়া গরু উদ্ধার করতে গিয়ে জখম পুলিশ ৷ শনিবার কোচবিহারে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে গরু পাচারের সময় পাচারকারীরা পুলিশকে আক্রমণ করে ৷ এতে 12 জন পুলিশকর্মী আহত হয়েছেন ৷ এদের মধ্যে কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে (Police injured in clash over cow smuggling in Cooch Behar Bangladesh Border) ৷

পুলিশ সূত্রে জানা গিয়েছে, কোচবিহারের মেখলিগঞ্জ সংলগ্ন সীমান্তবর্তী এলাকায় ভিন রাজ্যের গরু বাংলাদেশে পাচারের চেষ্টা চলছিল ৷ খবর পেয়ে কোচবিহারের মেখলিগঞ্জ সীমান্তের উচুলপুকুরির বামনিয়াপার এলাকায় পুলিশ অভিযান চালায় ৷ তখন পুলিশকে লক্ষ্য করে পাথর, ঢিল ছোড়া হয় বলে অভিযোগ ৷ গরু উদ্ধার অভিযানে এলাকার কিছু বাসিন্দাদের সঙ্গে সংঘর্ষ বাধে পুলিশের ৷ উত্তপ্ত হয়ে উঠে এলাকা ৷ ঘটনাস্থলে ছিলেন অতিরিক্ত এসপি অমিত ভার্মা, মেখলিগঞ্জ থানার ওসি-সহ বিশাল পুলিশ বাহিনী ৷

কোচবিহারের মেখলিগঞ্জে গরু পাচার রুখতে অভিযান মেখলিগঞ্জ পুলিশের

আরও পড়ুন : BSF: দিনের বেলায় সীমান্তের কাঁটাতার কেটে গরু পাচারের অভিযোগ, বিএসএফের ভূমিকা নিয়ে উঠছে প্রশ্ন

এদিন 34টি গরু উদ্ধার হয়েছে ৷ সব গরুগুলিই ভিনরাজ্যের ৷ পুলিশের অনুমান, বাংলাদেশে পাচারের উদ্দেশ্যে গরুগুলিকে লুকিয়ে রাখা হয়েছিল ৷ এই ঘটনায় চার জন মহিলা এবং দু'জন পুরুষকে আটক করেছে পুলিশ ৷

মেখলিগঞ্জ থানার ওসি রাহুল তালুকদার জানান, গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়েছে ৷ 12 জন পুলিশকর্মী জখম হয়েছেন ৷ 34টি গরু উদ্ধার হয়েছে এবং ছ'জনকে আটক করা হয়েছে ৷

Last Updated : Jan 9, 2022, 7:59 AM IST

ABOUT THE AUTHOR

...view details