পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ডাকাতির অভিযোগে ধৃতের বাংলাদেশি পুলিশের উর্দিতে ছবি নিয়ে শোরগোল - COCHBIHAR

কোচবিহারের ঘুঘুমারি থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত বাংলাদেশি যুবকের একটি ছবি নিয়ে হইচই পড়েছে বিভিন্ন মহলে। ওই যুবকের নাম ওমর ফারুক। সেই ছবিতে ওমরকে বাংলাদেশি পুলিশের উর্দিতে দেখা যাচ্ছে। ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ওমর ফারুক

By

Published : Feb 17, 2019, 2:50 PM IST

কোচবিহার, ১৭ ফেব্রুয়ারি : কোচবিহারের ঘুঘুমারি থেকে আগ্নেয়াস্ত্র সহ ধৃত বাংলাদেশি যুবকের একটি ছবি নিয়ে হইচই পড়েছে বিভিন্ন মহলে। ওই যুবকের নাম ওমর ফারুক। ধৃতের ফেসবুক অ্যাকাউন্টে একটি ছবি রয়েছে। সেই ছবিতে ওমরকে বাংলাদেশি পুলিশের উর্দিতে দেখা যাচ্ছে। ছবিটি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। কোচবিহারের পুলিশ সুপার অভিষেক গুপ্তা বলেন, "বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।"

গত মঙ্গলবার বিকেলে কোচবিহার কোতয়ালি থানার ঘুঘুমারি থেকে চারটি আগ্নেয়াস্ত্র সহ ৫ দুষ্কৃতীকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের দাবি, ধৃতরা ডাকাতি করার জন্য জড়ো হয়েছিল। ধৃতদের মধ্যে একজন সুজন ইসলাম। সুজনের ছবি কোচবিহারের তৃণমূল কংগ্রেস সাংসদের সঙ্গে সোশাল মিডিয়ায় থাকায় ইতিমধ্যেই বিতর্ক শুরু হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ওমর ফারুক নামে ধৃত যুবকও দিনহাটার এক তৃণমূল নেতার ঘনিষ্ঠ। ওমর ধরা পড়ার পর শনিবার বাংলাদেশি পুলিশের উর্দিতে তার ছবি সোশাল মিডিয়ায় ভাইরাল হয়। এতে হইচই পড়ে যায় বিভিন্ন মহলে।

পুলিশের জেরায় ওমর অবশ্য জানিয়েছেন, "বাংলাদেশে তার এক আত্মীয়ের বাড়ি রয়েছে। সেখানে সে একাধিকবার গিয়েছিল। সেখানে একবার একটি সিনেমায় অভিনয় করার জন্য ওমর বাংলাদেশি পুলিশের উর্দি পরেছিল।" তার দাবির সত্যতা খতিয়ে দেখছে পুলিশ।

ABOUT THE AUTHOR

...view details