কোচবিহার, 8 মে : পরিকাঠামোগত সমস্যা চলছে কোচবিহারে মেডিকেল কলেজ ও হাসপাতালে । চিকিৎসা পরিষেবা নিয়ে নানা অভিযোগ তুলছেন রোগীর আত্মীয় পরিজনেরা । তাঁদের অভিযোগ, কোভিড ওয়ার্ডে কর্মীসংখ্যা কম রয়েছে । ফলে কাজকর্মে অনেকটাই অসুবিধা হচ্ছে । যদিও হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, সমস্যা সমাধানের চেষ্টা করা হচ্ছে ।
স্বাস্থ্য দফতর সূত্রে জানা গিয়েছে, কোচবিহার জেলায় বর্তমানে সক্রিয় আক্রান্তের সংখ্যা রয়েছে 1 হাজার 768 । প্রতিদিনই লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমিতের সংখ্যা । এর মধ্যে দিনহাটার জেলা কোভিড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে 22 জন । কোচবিহার এমজেএন মেডিকেল কলেজ ও হাসপাতালে রয়েছেন 55 জন, তুফানগঞ্জ মানসিক হাসপাতালে 3 জন, কোচবিহারের এক বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন 55 জন । হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, প্রতি তিনজন করোনা সংক্রামিত রোগীর জন্য একজন কর্মী প্রয়োজন হয় । রোগীর দেখাশোনা করা সহ আনুষঙ্গিক কাজকর্ম তাঁরাই করে থাকেন ।